প্রতিবন্ধীদের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ’।
শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত এ কেন্দ্রটি থেকে প্রতিবন্ধীদের সরকারিভাবে সম্পূর্ণ বিনা মূল্যে ফিজিও থেরাপিসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও উপকরণ দেয়া হচ্ছে।
সমাজ সেবা অধিপ্তরের আওতায় ‘ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডশন’ ২০১৩ সালের মে মাসে এ কেন্দ্রটি মাগুরায় স্থাপন করে। কেন্দ্রটি প্রতিষ্ঠিত হবার পর থেকে গত ৮ মাসে প্রায় ৫৫০ জন প্রতিবন্ধীকে ফিজিও থেরাপিসহ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। কেন্দ্রটিতে ২ জন ডাক্তারসহ মোট ৯ জন কর্মকর্তা-কর্মচারি প্রতিবন্ধীদের সেবা দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কর্মরত ডা. আরিফুর রহমান ও কাজী জুনায়েদ আহম্মেদ জানান, এই কেন্দ্র থেকে অটিজম, সেরিব্রাল পালসি, দৃষ্টি, শারীরিক ও শ্রবণ প্রতিবন্ধী, স্ট্রোক ও পক্ষাঘাতগ্রস্তদের ফিজিও থেরাপিসহ প্রতিবন্ধীদের সব ধরনের সেবা দেয়া হচ্ছে। পাশপাশি তাদের হুইল চেয়ার, সাদা ছড়ি, হেয়ারিং এইড, ক্রাচ, শিশুদের ওয়াকার এবং লঠিসহ বিভিন্ন ধরনের উপকরণ দেয়া হচ্ছে
এই কেন্দ্রে চিকিৎসা নিতে আসা শহরের রাইগ্রাম এলাকার কৃষক উকিল মোল্যা জানান, গত চার মাস আগে তিনি (মস্তিস্কে রক্তক্ষরণ) স্ট্রোকে আক্রান্ত হন। এতে তার হাত ও পা প্যারালাইজড হয়ে যায়। এখানে এসে নিয়মিত থেরাপি নেয়ার ফলে এখন তিনি কিছুটা হাঁটতে পারছেন। নিয়মিত ফিজিও থেরাপী নিলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন।
শ্রীপুর উপজেলার শাপলগাছা গ্রামের মঞ্জুরুল ইসলাম ও আফরোজা বেগমের ১১ বছর বয়সি শিশু পুত্র ইমন জম্মগত ভাবে (সরিব্রাল পালসি ) শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। চার মাস ধরে এ কেন্দ্র থেকে প্যাসিভ মুভমেন্ট ট্রেডমিল (সিপিএম) থেরাপি দেয়া হচ্ছে ইমনকে। এর ফলে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ইমনের বাবা মা ছেলের এ উন্নতি দেখে অনেক খুশি।
মাগুরা জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, মাগুরা জেলাসহ দেশে মোট ৬৮টি এ ধরনের কেন্দ্র থেকে প্রতিবন্ধীদেও সেবা প্রদান করা হচ্ছে।
সূত্র - risingbd.com

