একটা সময় ছিল, যখন মানুষ মাইলের পর মাইল হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। এখন ব্যস্ততা, অলসতা ও পর্যাপ্ত যানবাহনের কারণে আগের মতো হাঁটার অভ্যাস নেই। কিন্তু সুস্থ থাকতে হলে নিয়ম করে যে হাঁটতেই হবে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন আপনি যত পা বেশি ফেলবেন, রোগ আপনার থেকে ঠিক তত দূরে যেতে থাকবে। ফলে, সুস্থ থাকতে চাইলে হাঁটার কোনো বিকল্প নেই।
কেন হাঁটবেন
l খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিয়ে হূৎপিন্ডকে শক্তিশালী করে।
l টাইপ-২ ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, এমনকি কিছু ক্যানসারের ঝুঁকি কমায়।
l প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে অতিরিক্ত ১৫০ ক্যালরি শক্তি ক্ষয় হয়, যা আপনার ওজন অনেকটাই কমিয়ে আনবে।
l মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধি করে, স্মরণশক্তি আরও শাণিত করে।
l বিভিন্ন হাড় আর জোড়ের কার্যক্ষমতা বাড়ায়, আরও শক্তিশালী করে, হাড়ের ক্ষয়রোধে সাহায্য করে এবং ব্যথা নাশক রূপে কাজ করে।
l পায়ের মাংসপেশি আরো শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি হাতের মাংসপেশির কর্মদক্ষতা বাড়ে।
l সকালের সূয রশ্মি মানব দেহে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। ফলে, এই সময় হাঁটা উত্তম।
l মানবদেহের প্রতিটি কোষে অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দিয়ে দেহকে সজীব রাখে এবং আরও শক্তিশালী করে।
l দুশ্চিন্তা আর বিষণ্নতা দূর করে মনকে হাসি-খুশি রাখে।
কতটুকু হাঁটবেন?
এ বিষয়ে ঢাকার বারডেম হাসপাতালের ফিজিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক শাহ জামান খান বলেন, আসলে একজন মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক মাত্র ৩০ মিনিট হাঁটাই যথেষ্ট।
হাঁটতে গেলে কী কী লাগবে?
হাঁটার উপযোগী এক জোড়া জুতা, একটি পাতলা ঢিলেঢালা টি-শার্ট, ঢিলেঢালা পাতলা প্যান্ট আর সঙ্গে এক বোতল বিশুদ্ধ পানি রাখতে পারেন।
কীভাবে হাঁটা শুরু করবেন?
প্রথমেই ঘণ্টা খানেক হাঁটা থেকে বিরত থাকুন। প্রতিদিন পাঁচ মিনিট করে হাঁটুন।
আর ১০ দিন পর সেটাকে ৩০ মিনিটে নিয়ে আসুন। আর এই সময়কেই প্রতিদিন ব্যবহার করুন। তবে হাঁটা শুরু করার আগে পাঁচ মিনিট জগিং করেশরীর টাকে গরম করে নিতে পারেন।
কীভাবে হাঁটা বাড়াবেন?
l বাস গন্তব্যস্থলে পৌঁছার একটু আগেই নেমে পড়তে পড়ুন।
l অফিসে পৌঁছার একটু আগেই গাড়ি পার্ক করুন।
l খাওয়ার আগে ও পরে কিছুক্ষণ হাঁটতে পারেন।
l হাঁটার উপযোগী এক জোড়া জুতা অফিসে নিয়ে আসতে পারেন। বিরতি সময় হাঁটতে পারেন।
l অল্প দূরত্বের জায়গা গুলোয় হেঁটে যান।
কোথায় হাঁটবেন?
পার্কে গিয়েই হাঁটতে হবে, এমন কোনো কথা নেই। আপনি হাঁটতে পারেন আপনার বাসার ছাদে, সিঁড়িতে অথবা কোনো শপিং মলেও। আর ভ্রমণের সময় যানবাহন যতটুকু সম্ভব পরিহার করে হাঁটতে চেষ্টা করুন, এতে করে আপনার ভ্রমণটা আরও সুন্দর ও আনন্দদায়ক হবে।
সূত্র - প্রথম আলো

