১. পায়খানা-প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন।
২. কোনো ক্ষত না শুকানোর প্রবণতা।
৩. অস্বাভাবিক রক্তক্ষরণ।
৪. স্তনে কোনো শক্ত দলা অথবা শরীরের অন্য কোনো জায়গায় শক্ত পিণ্ড থাকা।
৫. পেটের অজীর্ণতা কিংবা ঢোঁক গিলতে অসুবিধা।
৬. আঁচিল বা তিলের অস্বাভাবিক কোনো পরিবর্তন।
৭. বিরক্তিকর অবিরত কাশি কিংবা গলা বসে যাওয়ার প্রবণতা। এসব লক্ষণের কোনো একটি যদি শরীরে বর্তমান থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র - দৈনিক নয়া দিগন্ত

