১. উচ্চ চর্বিযুক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। চর্বিযুক্ত খাবার স্তন, অন্ত্র ও প্রোস্টেট ক্যান্সার সৃষ্টি করতে পারে।
২. ধূমপান থেকে বিরত থাকুন। ধূমপানে সর্বাধিক ক্যান্সার সৃষ্টি হয়। ফুসফুস ও মূত্রথলির ক্যান্সারের প্রধান কারণ ধূমপান।
৩. তামাক, জর্দা, সাদাপাতা, গুটকা, গুল সেবন বন্ধ করুন। মুখ, মাঢ়ি ও গলনালীর ক্যান্সার হয়ে থাকে তামাকজাতীয় দ্রব্য থেকে।
৪. মদপানে বিরত থাকুন। লিভার ও পাকস্থলীর ক্যান্সার হয়ে থাকে মদপানে।
৫. আচার, কাসুন্দি, শুঁটকি ও লবণ দেয়া মাছ খাওয়া থেকে বিরত থাকুন। কারণ এর দ্বারা অন্ননালী ও পাকস্থলীর ক্যান্সার হয়।
সূত্র - দৈনিক নয়া দিগন্ত

