সম্প্রতি আমেরিকার ফুড অ্যান্ড নিউট্রিশন জার্নালে কিছু খাবারকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে স্তন ক্যান্সার প্রতিরোধের জন্য। বিশেষজ্ঞদের অভিমত, এগুলো নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কোনো কোনো ক্ষেত্রে প্রায় অর্ধেকেও নামিয়ে আনা সম্ভব।
বিটা ক্যারোটিন: কমলা, গাজর, লাল শাকসহ অন্যান্য রঙিন শাকসবজিতে, প্রচুর বিটা ক্যারোটিন থাকে।
ক্রুসিফেরাস গোত্রের সবজি : যেমন ফুলকপি, বাঁধাকপি, শালগম প্রভৃতি। এগুলোতে 'ইনডোল থ্রি কার্বিনল' নামে এক ধরনের ফাইটোকেমিক্যাল থাকে যা নারীর দেহের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়।
টমেটো: টমেটো খান বেশি বেশি। সস, কেচআপ, তরকারি, কাঁচা যেভাবে খুশি এতে আছে লাইকোপন যা স্তন ক্যান্সার প্রতিরোধী।
রসুন : রসুন স্তন ক্যান্সার প্রতিরোধ করে। রসুন খাওয়ার অভ্যাস করুন। কাঁচা খেতে পারলে অথবা আচার বানিয়ে। পাওয়া যাচ্ছে পাবলিক ট্যাবলেটেও।
সমুদ্রিক মাছ : সামুদ্রিক মাছের তেলের ওমেগা থ্রি ফ্যাটি এসিড যেমন_ ইকোসাপেনটি নোয়িক এসিড (ইপিএ) এবং ডিকোসা হেক্সিয়োনিক এসিড (ডি-এইচএ) স্তন ক্যান্সার প্রতিরোধ করে।
পালংশাক : শীত আসছে। পালংশাক খাবেন বেশি করে। গবেষণার তথ্যানুযায়ী সপ্তাহে দু'দিন পালংশাক খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি অর্ধেক কমে যায়।
সূত্র - যায়যায়দিন

