অন্তহীন সমস্যায় ঝালকাঠি জেলা সদর হাসপাতালটি এখন নিজেই অসুস্থ।
নেই বিশেষজ্ঞ ডাক্তার। তার উপর তীব্র পানি সংকট। ব্যহত হচ্ছে জেলার ৮লাখ মানুষের নিয়মিত চিকিৎসা সেবা।
১৯৮৪ সালে ৫০ শয্যা নিয়ে ঝালকাঠি জেলা সদর হাসপাতালটি স্থাপিত। এরপর ২০০৩ সালে উন্নীত হয় ১০০ শয্যায়।
৫০ শয্যার জনবলও পাওয়া যায়নি হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই । বর্তমানে মোট ৪৩ জন ডাক্তারের স্থলে আছেন ১৪জন। এরমধ্যে শিশু, মেডিসিন, হৃদরোগ, চর্ম এবং ইমারজেন্সির ৪ ডাক্তারের পদই শূন্য হয়ে আছে কয়েক বছর।
চতুর্থ শ্রেণির কর্মচারীর ৫জনই শূন্য থাকায় বাথরুমসহ পুরো হাসপাতালটি যেন ময়লা আবর্জনার স্তুপ।
পানির পাম্পটিও নষ্ট হয়ে ৫-৬দিনের বেশি পানি সরবরাহ বন্ধ। ঘনঘন নষ্ট হয়ে যাচ্ছে পাম্পটি। আর এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। কোন কোন সময় অপারেশন কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ পানির অভাবে বন্ধ রাখতে হচ্ছে।
সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা খালেক হাওলাদার বলেন, চার দিন ধরে এইখানে আমরা পানি পাচ্ছিনা। বাথরুম করা থেকে শুরু করে গোসলে অসুবিধা হচ্ছে। পুরো হাসপাতালে র্দুগন্ধ ছড়িয়ে আছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার মাসুম আলী রাইজিংবিডিকে বলেন, ‘ উর্ধতন কর্তৃপক্ষকে চিকিৎসকের সমস্যা সমাধানের ব্যপারে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে । আর পানি সংকটের ব্যপারে পানি উন্নয়ন বোর্ড জানানো হয়েছে। দ্রুত এই সমস্যর সমাধান হবে।
সূত্র - risingbd.com

