চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হূদেরাগ বিভাগে গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আগুন লাগে। বিভাগের ক্যাথ ল্যাবের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) আগুন লাগার পরে দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিস ও চমেক হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ক্যাথ ল্যাব বা এনজিওগ্রাম কক্ষের এসিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সেখানে কোনো রোগী ছিল না। এনজিওগ্রাম করার জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই এই আগুন লাগে বলে জানা গেছে।
বিভাগের আবাসিক চিকিৎসক ডা. রিজোয়ান রেহান প্রথম আলোকে বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগলে হইচই শুরু হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালের প্রধান সুইচটি বন্ধ করে দিই। পরে আগুন নিভিয়ে ফেলি। ফায়ার সার্ভিসও দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে আসে।’
এতে এসিটি পুড়ে যায় বলে জানা গেছে।
সূত্র - প্রথম আলো

