বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলেছে, পোলিও রোগের সর্বশেষ আশ্রয়স্থল হবে পাকিস্তান। হু’র স্ট্রাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টের বৈঠকে এ মতামত ব্যক্ত করা হয়েছে।
বৈঠকে বলা হয়, বিশ্বে এ মুহূর্তে যে তিনটি দেশে পোলিও রোগ মহামারি আকারে বিরাজ করছে তার মধ্যে পাকিস্তান অন্যতম। বাকি দু’টি দেশ হচ্ছে- আফানিস্তান ও নাইজেরিয়া। এর মধ্যে পাকিস্তানের অবস্থান সবার ওপরে।
স্ট্রাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্ট হচ্ছে জেনেভাভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা ও রোগ সংক্রমণ মুক্ত করার বিষয়ে প্রধান অ্যাডভাইজরি গ্রুপ।
পাক সরকারের একজন সিনিয়র কর্মকর্তা ইংরেজি দৈনিক ডন-কে জানিয়েছেন, পাকিস্তানে মহামারি আকারে পোলিও ভাইরাস থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হু। আগামী ২৩ মে হু’র বৈঠকের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে সংস্থার সাপ্তাহিকিতে।
সূত্র - natunbarta.com

