বিশেষজ্ঞদের মতে, পোলিও রোগে আক্রান্ত হলে শিশু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে, এমনকী শিশুর মৃত্যুও হতে পারে। পোলিও একটি মারাত্মক সংক্রমণশীল ভাইরাসজনিত রোগ, যা প্রধানত ছোট শিশুদের আক্রান্ত করে। আগামী ২৭ মার্চ দক্ষিণ-পূর্ব এশিয়াকে পোলিওমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে পোলিওমুক্ত হতে যাচ্ছে বাংলাদেশও। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পূর্ব তিমুর ও উত্তর কোরিয়া নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল। দেশগুলোর মধ্যে শুধু ভারতে পোলিও নির্মূল হচ্ছিল না বলে অঞ্চলটিকে পোলিওমুক্ত ঘোষণা করতে পারছিল না ডব্লিউএইচও। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলকে পোলিওমুক্ত সনদ দিতে ২৬ মার্চ ভারতের নয়াদিল্লিতে বসছে সম্মেলন। সম্মেলনের পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবে। পোলিওর ওপর প্রবন্ধে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ অঞ্চলের মধ্যে ভুটান সবার আগে পোলিও নির্মূল করতে সক্ষম হয়েছে।
সূত্র - দৈনিক আমাদের সময়

