
প্রশ্ন : দিন দিন আমার চুল পড়ে যাচ্ছে। নতুন চুল গজানোর পরামর্শ চাচ্ছি। - শরীফ, যশোর
উত্তর : স্টেমসেল থেরাপি মাত্র ১ সেশন চিকিৎসায় আপনার মাথায় চুল গজাতে সক্ষম। এতে নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া।
প্রশ্ন : আমি নববিবাহিত। ইতিমধ্যেই শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে। আমি আমার শারীরিক অবস্থার উন্নতি চাই।
- সবুজ, কিশোরগঞ্জ
উত্তর : একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি আপনার রক্তের হরমোনএনালাইসিস করে আপনাকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে পারবেন।
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৭। এ বয়সে আমার মুখে মেছতা হয়েছে। অনেক ওষুধ ব্যবহার করেছি। কিন্তু কমছে না। এতে আমার মুখশ্রী অসুন্দর হয়ে পড়েছে।
- লুবনা, পল্লবী, মিরপুর
উত্তর : বর্তমানে লেজার চিকিৎসা বা মেসোথেরাপির মাধ্যমে মাত্র কয়েক সেশন চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মেছতা নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমার মুখে অনেক বাদামি তিল হয়েছে, এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। তিল থেকে মুক্তির পরামর্শ দিন। -লতিফা, ইডেন কলেজ, ঢাকা
উত্তর : আপনি আপাতত রোদ থেকে দূরে থাকুন। এতে না কমলে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লেজার চিকিৎসার মাধ্যমে তিল থেকে মুক্তি পেতে পারেন।
সূত্র - যুগান্তর.কম

