রূপচর্চায় অ্যান্টি অক্সিডেন্ট
১৬ সেপ্টেম্বর, ১৩
Viewed#: 159
আমরা অনেকেই জানি, ইমিউনিট বাড়াতে আমরা অ্যান্টি-অক্সিডেন্ট গ্রহণ করি। এটা আমাদের কার্ডিওভামকুলার সিস্টেমকেও সুরক্ষা দেয়। তাছাড়া সার্বিক স্বাস্থ্য রক্ষায় অ্যান্টি-অক্সিডেন্ট সহায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে_ অ্যান্টি-অক্সিডেন্ট কি আমাদের যুবক দেখাতে সাহায্য করে? বিশেষজ্ঞরা বলেছেন, হ্যাঁ, সাহায্য করে।
জার্মান বিশেষজ্ঞরা তিন মাসের এক গবেষণা চালান ৩৯ জন অংশগ্রহণকারীর মধ্যে। তারা চষধপবনধ পড়ৎঃৎড়ষষবফ ংঃঁফু করেন। ৩৯ জন অংশগ্রহণকারীকে তিনভাগে ভাগ করে। এক নাম্বার দলকে প্রতিদিন ৩সম খড়ুপড়ঢ়বহং ৩সম ষঁঃবরহ, ৪.৮সম ংবষবহরস দেন। দুই নাম্বার দলকে প্রতিদিন একই পরিমাণে ইৎঃধ পধৎড়ঃবহব ধহফ ারঃধসরহ ঊ দেখা হয়। কিন্তু খুপড়ঢ়বহব-এর ডোজ বাড়িয়ে দেয়া হলো ৬সম তারা কোনো খঁঃবরহ গ্রহণ করেনি। তিন নাম্বার দলকে মন রক্ষার জন্য কোনো ওষুধ দেয়া হলো। শুরুতে সবার ত্বকের ঘনত্ব ও পুরু মাপা হয়। পুনরায় গবেষণা শেষে আবার মেপে দেখা হয়।
যারা অ্যান্টি-অক্সিডেন্ট নিয়েছিল তাদের ত্বকের ঘনত্ব ও পুরু মেপে দেখা গেছে, তাদের ত্বকের ঘনত্ব ও পুরু বেড়ে গেছে এবং ত্বকের রুক্ষ্নতা বা খসখসে ভাব কমে গেছে। কিন্তু যারা মন রক্ষার জন্য ওষুধ নেয়, তাদের ত্বকের কোনো পরিবর্তন হয়নি। জর্ডানের একদল বিশেষজ্ঞ ১০০ জন নারী-পুরুষের ওপর এক পরীক্ষা চালান। তাদের সবার মুখে ব্রণ। দেখা গেল, তাদের মধ্যে নিম্নমাত্রায় ভিটামিন 'এ' ও 'ই' রয়েছে। পরবর্তী গবেষণায় তারা বেশি মাত্রায় ব্রণ আক্রান্তদের গ্রহণ করে লক্ষ্য করলেন তাদের মধ্যে সর্বনিম্ন মাত্রায় ভিটামিন 'এ' ও 'ই রয়েছে। এ থেকে তারা এ সিদ্ধান্তে পেঁৗছেন, ব্রণের কারণ দেহে ভিটামিন 'এ' ও 'ই'-এর অনুপস্থিতি।
সূত্র - যায়যায়দিন