বয়স্ক মহিলাগণের জরায়ুর ক্যান্সার বেশি হয়
03 June,14
Viewed#: 46
যে সমস্ত মহিলাদের বয়স ৬০/৬৫ বছরের বেশি তারা মনে করেন তাদের আর স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাবার প্রয়োজন নেই। কেননা এই বয়সে আর কি বা সমস্যা হতে পারে। অথচ বিশেষজ্ঞগণ এক গবেষণায় দেখেছেন ৬৫ বছরের অধিক বয়সের মহিলাগণের জরায়ুর ক্যান্সারের ঝুঁকি অন্যদের চেয়ে বেশি।
বিশেষজ্ঞগণ বলছেন, ধারণা করা হতো মধ্যবয়সী মহিলাদের জরায়ুর ক্যান্সারের ঝুঁকি বেশি কিন্তু এ ধারণা এখন যথার্থ নয়। মেরিল্যান্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের এক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়। ক্যান্সার জার্নালে প্রকাশিত নিবন্ধে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের মহিলাগণের ৬৫-৬৯ বছরের মধ্যে জরায়ু বা সার্ভাইক্যাল ক্যান্সার বেশি হয়।
বিশেষজ্ঞগণ দেখেছেন এই বয়সের মার্কিন মহিলাগণের শতকরায় ৮৩ ভাগের জরায়ুর ক্যান্সার শনাক্ত হয়। অর্থাত্ প্রতি লাখে ২৫ জন ৬৫ বছরের অধিক বয়সের মহিলার এ ধরনের ক্যান্সার হয়। বিশেষজ্ঞদের সুপারিশ হচ্ছে মহিলাগণের প্রতি তিন বছর অন্তর অন্তর প্যাপ টেস্ট বা এইচপিভি ভাইরাস টেস্ট করা উচিত। কারণ এই ভাইরাসটি সার্ভাইক্যাল ক্যান্সারের অন্যতম শত্রু। রিপোর্টে আরো বলা হয়, জরায়ুর ক্যান্সারে প্রতি বছর ১২ হাজার মার্কিন মহিলা সনাক্ত হন এবং অন্তত ৪ হাজার এ ক্যান্সারে মারা যান।
ডা. মোড়ল নজরুল ইসলাম
সূত্র - দৈনিক ইত্তেফাক