যখন একজন নারীর স্তন ও জরায়ু ক্যানসারের জিন ধরা পড়ে বাধ্য হয়ে তখন তাকে স্তন বা জরায়ু অপসারণের সিদ্ধান্ত বেছে নিতে হয়। কিন্তু বেলফাস্টের গবেষকরা সম্প্রতি এর বিকল্প ব্যবস্থা আবিষ্কার করেছে বলে দাবি করছেন। তারা জানান, বিআরসিএ১ আক্রান্ত নারীরা ওষুধ সেবন করে এই মরণব্যাধির ঝুঁকি কমাতে পারবেন।
বৃটেনে প্রতি হাজারে একজন নারী বিআরসিএ১ এ আক্রান্ত। এসব নারীদের মধ্যে ৮৫% স্তন ক্যানসার এবং ৪০% জরায়ু ক্যানসারে আক্রান্ত। বিশ্ববিখ্যাত তারকা এঞ্জেলিনা জোলির শরীরেও বিআরসিএ১ ধরা পড়ে।
এখন পর্যন্ত ডাক্তাররা এই রোগের চিকিৎসা হিসেবে স্তন ও জরায়ু অপসারণ করে থাকেন। বেলফাস্টের কুইন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছে, ওষুধ সেবনের মাধ্যমে নারীদের এই রোগের ঝুকি কমানো সম্ভব।
এই গবেষণায় বের হয়ে এসেছে যে, নারীদের স্তন ও জরায়ু ক্যানসারের অন্যতম কারণ হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়া ও ডিএনএ ধ্বংস হওয়া।
বিজ্ঞানীরা আরো বলেন, নারীদের বিআরসিএ১ আক্রান্ত কোষ স্তন ও জরায়ুর অধিক মাত্রার হরমোনের সঙ্গে টিকে থাকতে পারে না ফলে ডিএনএ ধ্বংস হয়ে যেতে থাকে।
গবেষণার প্রধান ড. কেনান স্যাভেজ বলেন, নারীদের বিআরসিএ১ ব্যবস্থাপনায় এটি একাট অভিনব আবিষ্কার। বর্তমানে গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসাসেবা দেয়ার তহবিল গঠনের জন্য এবং তারা আশা করছেন ১২ মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবেন। পরীক্ষণমূলকভাবে প্রথমত ১২ জন নারীকে তিন মাসের জন্য ওষুধ দিয়ে রক্ত, মূত্র এবং ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
সূত্র - natunbarta.com

