অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেছেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারদের ঠিকমতো পাওয়া যায় না। এটি অত্যন্ত লজ্জাকর।”
রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে হেলথ নেটওয়ার্ক অব বাংলাদেশ আয়োজিত ‘স্বাস্থ্য খাতে বাজেট পর্যা লোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আবদুল মান্নান বলেন, “আগেও দেখেছি, এখনো দেখছি, গ্রামের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার থাকতে চান না। এটা স্বাস্থ্য খাতের উন্নতিতে চরম বাধা সৃষ্টি করছে।”
চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “চাকরি দেয়ার সময় আপনাদের বলা হয় না যে, শহরেই শুধু চিকিৎসাসেবা দেবেন। আপনাদের গ্রামে গিয়ে চিকিৎসাসেবা দেয়ার কথাও বলা হয়।”
মন্ত্রী বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড খালি থাকে। কারণ সেখানে ডাক্তার থাকে না বলে রোগীরা যায় না। এখন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্যারামেডিকেলের ডাক্তার দিয়ে হলেও রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হবে।”
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অতিগরিবদের জন্য ২০০ টাকা দিয়ে স্বাস্থ্যবীমা করলে সেই বীমার অধীনে তারা সারা বছর ফ্রি চিকিৎসাসেবা নিতে পারবে।
সম্প্রতি ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু সম্পর্কে জাফরুল্লাহ বলেন, “কোনো ডাক্তার ইচ্ছা করে রোগী মেরে ফেলে না। কিছু ডাক্তারের অবহেলা আর ভুলের কারণে রোগীর মৃত্যু হয়।”
স্বাস্থ্য আন্দোলন জাতীয় কমিটির সভাপতি রশিদ-ই মাহবুবের সভাপতিত্বে গোলটেবিলে আরও বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, নোভা কনসালটেন্সির নির্বাহী পরিচালক মিসেস ইয়াসমিন আহমেদ, পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুস সবুর প্রমুখ।
সূত্র - natunbarta.com

