স্বাস্থ্য খাতের সকল প্রকার অনিয়ম দূর করতে সকলের সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। যারা কাজ করে তাদের ভুল ক্রটি থাকে। যারা করে না তাদের ভুলও থাকে না। আমরা কাজ করি আমাদেরও ভুল হয় না, তা নয়। আমি স্বাস্থ্য খাতে সব অনিয়ম দূর করতে চাই। এ কাজে সকলেই আমাকে সহযোগিতা করবেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল আই কেয়ার ও স্বাস্থ্য মন্ত্রণালয়লের যৌথ আয়োজনে গণমাধ্যম ব্যক্তিদের সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য সেক্টরে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়কারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, অধিদপ্তরের কোটি কোটি টাকার অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে। অনেক যন্ত্র আছে যেগুলোর এখনও প্যাকেটও খোলা হয়নি। কোন কোন মেশিন চলে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনের পর যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তারদের অবশ্যই গ্রামে থাকার হুঁশিয়ারি দিয়ে নাসিম বলেন, ধনী মানুষদের চিকিত্সা সেবা পেতে সমস্যা হয় না। তারা বিদেশে গিয়ে চিকিত্সা নিতে পারে। কিন্তু গরীব, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ চিকিত্সা সেবা নেয় স্থানীয় এলাকায়। এজন্য ডাক্তারদের নির্দিষ্ট সময় গ্রামে থাকতে হবে। প্রয়োজনে তাদের প্রণোদনা দেওয়া হবে। ঢাকায় আসতে কোনো তদবির গ্রহণ করা হবে না।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্ব বিশেষ সম্মাননা প্রদান করেন।
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

