বলিউডের সাড়া জাগানো তারকা এমরান হাশমির ছেলে অয়ন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তবে তা প্রাথমিক পর্যায়ে বলে জানা গেছে। ছেলেটির বয়স চার বছর।
অয়নের কিডনিতে একটি টিউমার ধরা পড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সে এখন হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা খুব তাড়াতাড়ি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
এমরানের চলচ্চিত্র নির্মাতা আঙ্কেল মহেশ ভাট জানিয়েছেন, এমরান এ খবর শুনে ভেঙে পড়েছে। বলিউডলাইফডটকমকে তিনি বলেন, আমি সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এমরানের কাছ থেকে একটা ফোন পেয়েছিলাম। চিকিৎসরা যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এরপর সম্ভবত কেমোথেরাপির প্রয়োজন পড়বে।
হেলথডটকম জানিয়েছে, কিডনির ক্যান্সার সাধারণ শিশুদেরই হয়। নাভি মুম্বাইয়ের ডা. অরিবিন্দর সিংহাল জানিয়েছেন, ছেলেটি যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাকে বলেই উইমস টিউমার। সাধারণত তার বয়সের বাচ্চারাই এতে আক্রান্ত হয়।
সূত্র - দৈনিক নয়া দিগন্ত

