প্রাণ অ্যাগ্রো লিমিটেড কোম্পানির মরিচ, আদা, জিরা, ধনিয়া ও রসুনের গুঁড়ায় মানব-স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান আছে কি-না, তা পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ পরীক্ষা চালাতে ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন দোকান থেকে নমুনা সংগ্রহের কথা বলা হয়েছে। একই সাথে চার সপ্তাহের মধ্যে এ প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ও কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এ নির্দেশ পালন করতে হবে।
বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। আদেশের পাশাপাশি রুলও দেন আদালত। প্রাণের এসব গুঁড়া মসলায় মানব-স্বাস্থ্যের ক্ষতিকর উপাদান আছে কি-না, তা পরীক্ষা করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, পুলিশের আইজি, র্যাবের ডিজি, বিএসটিআই’র মহাপরিচালক এবং বিসিএসআইআর’র চেয়ারম্যান ও কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এই রুলের জবাব দিতে হবে।
জনস্বার্থে একটি বেসরকারি সংগঠনের পক্ষে তিন আইনজীবী রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
গত নভেম্বর ও ডিসেম্বর মাসে কয়েকটি জাতীয় দৈনিকে প্রাণের গুঁড়া হলুদে সীসা পাওয়া নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে গত ১২ জানুয়ারি রিটটি করা হয়।
সূত্র - দৈনিক নয়া দিগন্ত

