হাসপাতালে চিকিৎসাধীন সুচিত্রা সেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি সুচিত্রা কন্যা মুনমুন সেনকে ফোন করে মহানায়িকার শারীরিক অবস্থার খোঁজ নেন। বাংলাদেশের মানুষ এই মহানায়িকার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের হৃদয়ে সুচিত্রার একটি বিশেষ স্থান রয়েছে- এমনটিই জানালেন শেখ হাসিনা।
বাংলাদেশ সরকারের উদ্যোগে বুধবার ঢাকায় শুরু হয়েছে 'ট্রিবিউন অফ সুচিত্রা সেন' শীর্ষক চলচ্চিত্র উৎসব। ওই উৎসবেও সুচিত্রার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা। এদিকে, সুচিত্রার জন্মভূমি বাংলাদেশের পাবনায় সুচিত্রা সেন স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ডা. রামেন্দু ভৌমিকও দুই দিন আগে মহানায়িকার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ডাক্তার সুব্রত মৈত্রের সঙ্গে টেলিফোনে কথা বলে।
সুচিত্রা সেনের পাঁচ সদস্যের চিকিৎসকদের প্রধান ডাক্তার সুব্রত মৈত্র বৃহস্পতিবার সকালে টেলিফোনে কালের কণ্ঠ অনলাইনকে জানান, আগের চেয়ে অনেকটাই ভাল আছেন নায়িকা। বুধবার রাতে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ জানান সুচিত্রা। কিন্তু আমরাই তাঁকে এখন ছাড়তে চাইছি না। হাসপাতালে আরো কিছুদিন দেখে তবেই বাড়ি ফিরবেন মহানায়িকা।
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

