অনিদ্রা দূর করার ৫টি টিপস
২৭ মার্চ, ১৪
Viewed#: 227
• কোন কিছু শেখার এবং মনে রাখার চেষ্টা করতে থাকুন
বিছানায় শুয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করতে থাকলে, বিশেষ করে জীবনের কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে থাকলে ঘুম আসার কোনো সম্ভাবনাই নেই। এর পরিবর্তে কোনো কিছু শেখার অথবা মনে রাখার চেষ্টা করতে থাকুন। দেখবেন মস্তিষ্কে আলস্য ভর করা শুরু করেছে এবং ঘুমের উদ্রেক হচ্ছে। এই কারণে পড়তে বসলে ঘুম পায় আমাদের। সুতরাং অনিদ্রা দূর করার জন্য এই পদ্ধতিটি পালন করতে পারেন।
• প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমুতে যান
• ঘুম না আসলে বিছানা থেকে উঠে পড়ুন
ঘুম না আসলে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করে সময় পার করতে যাবেন না। এতে ঘুম আসবে না। ঘুম না আসতে চাইলে বিছানা থেকে উঠে কোনো কাজ করার চেষ্টা করুন। এমন কোনো কাজ করুন যাতে করে অবসাদগ্রস্থ হয় শরীর। অথবা মেডিটেশন করুন। তখন আপনাআপনিই ঘুম চলে আসবে।
• প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন
• ক্যাফেইন জাতীয় সকল খাবার থেকে দূরে থাকুন