ঠোঁট থাকুক অটুট
০২ জানুয়ারী, ১৪
Viewed#: 230
শীত বাড়তে না বাড়তেই ত্বকের শুষ্কতাও বেড়েযায়। আমরা মুখ,হাত,পায়ের যত্ন নিলেও অনেক সময় ঠোঁটের ব্যাপারে বিশেষ পাত্তা দিই না। এর ফলেই দেখা যায় ফাটা ঠোঁটের সমস্যা। এ ছাড়া আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক খুবই পাতলা। ঠাণ্ডায় তাই সহজেই ফেটে যায়। তাই শীতে নিজের ঠোঁটের যত্ন নিতে রইল কয়েকটা টিপস রইল।
♦ ঠোঁট ফেটে গেলে আগে মরা চামড়াগুলো উঠিয়ে নেয়া যেতে পারে। একে এক্সফোলিয়েশন বলা হয়।
♦প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার সময় যখন ঠোঁট ভিজে থাকবে তখন টুথব্রাশ দিয়ে ঠোঁটও হালকা করে ঘষে নেবেন। এর ফলে ঠোঁটের ডেড সেলগুলো চলে যাবে।
♦এক্সফোলিয়েশনের পর ঠোঁটে কোনও ময়েশ্চারাইজিং ক্রিম বা ভাল লিপ বাম লাগিয়ে নেবেন। একটা কথা অবশ্যই মনে রাখবে ঠোঁটে কখনই সস্তার লিপবামবা লিপস্টিক ব্যবহার করা উচিত্ নয়। এতে ঠোঁট আরও শুষ্ক ও কালো হয়ে যায়।
♦রাতে শোওয়ার আগে ঠোঁটে ভাল করে ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিতে হবে।
♦এই সব কিছুর সাথে সারা দিনে প্রায় তিন থেকে চার লিটার পানি খাবেন। দিনে একটা বা দু’টো ফল খেতে হবে।
সূত্র - পরিবর্তন.কম