home top banner

খবর

সিলেটের ১২ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকট
০৬ মে, ১৪
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   26

সিলেটের সিভিল সার্জনের কার্যালয়সহ ১২টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসক-সংকট তীব্র আকার ধারণ করেছে।

এসব স্থানে সহকারী সার্জনদের ২৫১টি পদের বিপরীতে ১১২টিই শূন্য রয়েছে। কর্মরত ১৩৯ জনের মধ্যে অননুমোদিত অনুপস্থিত রয়েছেন ১১ জন।

সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চারজন করে বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত থাকার কথা থাকলেও জেলার কানাইঘাটে তিনটি, জকিগঞ্জে দুটি, বালাগঞ্জে দুটি, বিশ্বনাথে একটি, ফেঞ্চুগঞ্জে একটি ও দক্ষিণ সুরমায় একটি করে পদ শূন্য রয়েছে। ৫০ শয্যাবিশিষ্ট তিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ১০টি করে বিশেষজ্ঞ চিকিৎসকের বিপরীতে বিয়ানীবাজারে সাতটি, গোয়াইনঘাটে ছয়টি ও গোলাপগঞ্জে একটি করে পদ শূন্য রয়েছে।

হাসপাতালগুলোতে চিকিৎসক-সংকট ছাড়াও কর্মকর্তা ও কর্মচারী-সংকটও প্রকটভাবে রয়েছে বলে সিভিল সার্জনের কার্যালয় নিশ্চিত করেছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক হাজার ৫১৩টি পদের বিপরীতে ৪০৯টি পদ শূন্য রয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে এমএলএসএস, আয়া, ঝাড়ুদার ও নিরাপত্তা প্রহরীর পদগুলোতে সবচেয়ে কমসংখ্যক কর্মচারী কর্মরত থাকায় চিকিৎসক-রোগী সবাইকে বেশি ভুগতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, হাসপাতালগুলোতে চিকিৎসক-সংকট থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা ও কর্মচারী-সংকটের কারণে হাসপাতালে গিয়ে রোগীদের পদে পদে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে। এ অবস্থার দ্রুত সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।

সিভিল সার্জনের প্রশাসনিক শাখা থেকে জানা যায়, কর্মকর্তা-কর্মচারীদের ৪০৯টি শূন্যপদের মধ্যে গুরুত্বপূর্ণ জেলা কীটতত্ত্ববিদ, প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান মেকানিক (রেফ্রিজারেশন)—এই তিনটি পদ দীর্ঘদিন ধরেই শূন্য রয়েছে। এর বাইরে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের মধ্যে নার্সিং সুপারভাইজারের ছয়টি পদের বিপরীতে চারটি, জ্যেষ্ঠ স্টাফ নার্সের ১৪৩টি পদের বিপরীতে ৩৩টি পদ শূন্য রয়েছে।

তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মধ্যে প্রধান সহকারীর চারটি পদের মধ্যে তিনটি, হিসাবরক্ষকের চারটি পদের বিপরীতে তিনটি, ক্যাশিয়ারের ১৩টি পদের বিপরীতে নয়টি, প্রধান সহকারী কাম হিসাবরক্ষকের ১৩টি পদের বিপরীতে ছয়টি, চিকিৎসা সহকারীর (নবসৃষ্ট) ৭১টি পদের বিপরীতে ৬২টি, ফার্মাসিস্টের ৫০টি পদের বিপরীতে ৩৪টি, মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) ২৯টি পদের বিপরীতে ২০টি, স্বাস্থ্য সহকারীর ৪৭০টি পদের বিপরীতে ৭০টি, সহকারী নার্সের ২২টির বিপরীতে ২০টি পদই শূন্য রয়েছে।

সিলেটের সিভিল সার্জন মো. আজহারুল ইসলাম লোকবল-সংকটের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কিছুদিনের মধ্যে সারা দেশে সাড়ে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ হওয়ার কথা রয়েছে। এটি হলে চিকিৎসক-সংকট পুরোপুরি দূর হয়ে যাবে। এর বাইরে মাঠকর্মীসহ কর্মকর্তা ও কর্মচারী-সংকটে আমাদের বেশি সমস্যা হচ্ছে। তবে এসব কিছুর পরও কর্মরত চিকিৎসকেরা আন্তরিকভাবে রোগীদের সেবা দিচ্ছেন।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: চিকিৎসক কর্তৃক ঢাবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের প্রতিবাদ
Previous Health News: পোলিও ঝুঁকিতে বিশ্ব

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')