কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সক্ষম৷ নতুন এক গবেষণায় উঠে এলো এমনই তথ্য৷
লুইসভিল বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এ নিয়ে একটি গবেষণা করেন৷ তারা প্রথম ধাপে ইঁদুরের উপর গবেষণা চালিয়ে দেখেন হলুদে যে উপাদান থাকে টিউমারের আকার কমাতে সক্ষম৷ সে কারণেই হলুদের মধ্যে থাকা কারকিউমিন দিয়ে দুই মিলিলিটার লম্বা ক্যাপসুল তৈরি করেছেন, এটি অবশ্যই ক্যানসার প্রতিরোধে সক্ষম হবে৷
গবেষণায় আরও দেখা গেছে খাবারের সঙ্গে হলুদ খেলেও তা ক্যানসার প্রতিরোধে অকার্যকর ছিল৷ কিন্তু তার পরিপ্রেক্ষিতে যদি এই ক্যাপসুল খাওয়া যায় তবে এটি ক্যানসার টিউমারের আকার কমাতে সক্ষম এবং এটি এইজাতীয় টিউমারকে গলিয়ে দিতেও সক্ষম৷
সম্প্রতি এই গবেষণাটি ক্যানসার প্রভেনশন রিসার্চের একটি জার্নালে প্রকাশিত হয়েছে৷- ওয়েবসাইট
সূত্র - natunbarta.com

