গাড়িতে শিশু থাকা অবস্থায় ধূমপান নিষিদ্ধ হচ্ছে বৃটেনে
12 February,14
Viewed#: 35
গাড়িতে কোন শিশু থাকা অবস্থায় ধূমপান নিষিদ্ধ করে নতুন আইন প্রণয়ন করা হবে বৃটেনে। অল্পবয়সী ছেলেমেয়েদের ওপর পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার লক্ষ্যেই আইনটি প্রণীত হবে। ২০১৫ সালের মে মাসের আগেই আইনটি বাস্তবায়নের উদ্দেশ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির প্রচারণায় সম্পৃক্ত কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও বিরোধী লেবার পার্টির অব্যাহত দাবি ও প্রচেষ্টার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে এ প্রস্তাবের সমর্থনকারীরা বলেছিলেন, গাড়িতে ধূমপানের ফলে শিশুরা আরও বেশি পরোক্ষ ধূমপানের কুপ্রভাব ও স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছে। পার্লামেন্ট সদস্যরা গত সোমবার গাড়িতে শিশু থাকা অবস্থায় ধূমপান নিষিদ্ধ করার ইস্যুতে কার্যকর পদক্ষেপ গ্রহণে মন্ত্রীদের ক্ষমতা দেয়ার পক্ষে ভোট দেন। আগামী বছরের মে মাসের নির্বাচনের আগেই নিষেধাজ্ঞাটি আরোপের সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে কয়েকজন আইনপ্রণেতা এ প্রস্তাবকে স্বাগত জানানোর পরিবর্তে কড়া সমালোচনা করেছেন। আইনটি প্রণীত হলে, তা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হবে বলে মন্তব্য করেছেন তারা। অন্যদিকে, এ প্রস্তাবের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে বৃটিশ অ্যামেরিকান টোবাকো। তবে ভবিষ্যতে গাড়িতে অল্পবয়সী ছেলেমেয়ে না থাকলেও যদি ধূমপান নিষিদ্ধ করা হয়, সেটি তাদের জন্য উদ্বেগের কারণ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র - দৈনিক মানবজমিন
More in News
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
See details
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
See details
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
See details
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
See details
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
See details
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
See details