অল্প বয়সীদের মধ্যে ধূমপানের প্রবণতা কমাতে সিগারেট বা যে কোনো তামাকজাত দ্রব্য কেনার ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হলো নিউ ইয়র্কে। বিদায়ী মেয়র মাইকেল ব্লুমবার্গ গত ১৯ নভেম্বর নতুন আইনটি পাশ করেছিলেন। এ মাস থেকে তা কার্যকর হলো।
আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ছোট বড় সমস্ত দোকানে সতর্কীকরণ বার্তাটি টাঙিয়ে দেয়া হয়েছে। তবে কেনার সময় শুধু মুখের কথায় কাজ হবে না। রীতিমতো সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই মিলবে সিগারেটের প্যাকেট। ২৯ এপ্রিল থেকে পার্ক, রেস্তোরাঁ, বাসস্টপ, পানশালা ইত্যাদি জায়গাগুলিতে ইতিমধ্যেই ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এমনকী ই-সিগারেট পর্যন্ত বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, আমেরিকার সব শহরের মধ্যে নিউ ইয়র্কে সিগারেটের উপর সব থেকে বেশি কর নেয়া হয়। এত কিছু করেও যখন অল্প বয়সীদের ধূমপানের প্রবণতা কমানো যাচ্ছিল না, তখন এই আইন পাশের কথা ভাবা হয়। আশা করা হচ্ছে, এতে ১৮ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে ধূমপানের প্রবণতা কমিয়ে প্রায় অর্ধেকে নামিয়ে আনবে। কর্তৃপক্ষের আরও আশা, তাদের দেখাদেখি অন্যান্য শহরগুলিতেও এই আইন পাশ হলে সামগ্রিকভাবে দেশের ধূমপায়ীদের হার কমানো যাবে।-
সূত্র - বাংলাদেশ প্রতিদিন

