‘সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ – সিগারেটের প্যাকেটে ধূমপানবিরোধী এই সতর্ক বার্তা আমাদের কতোটুকু উদ্বিগ্ন করে বলা মুশকিল। তবে ধূমপান শুধু স্বাস্থ্য নয় আপনার চেহারার ঔজ্জ্বল্যও কমিয়ে দেয়।
সম্প্রতি ব্রিটেনে পরিচালিত এক জরিপ দেখা গেছে, অধিকাংশ ধূমপায়ীই সিগারেটের প্যাকেটে থাকা এই সতর্কবার্তা পড়েন না।
এক গবেষণায় দেখা গেছে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের চেহারায় বয়সের ছাপ আগেভাগেই পড়ে। চোখের নিচের পাতা ঝুলে পড়া, ঠোট কালো হওয়া কিংবা মুখে বয়সের ছাপ পড়া ছাড়াও ধূমপায়ীরা সহজেই মুখের লাবণ্য হারায়।
গবেষকরা দুইজন ধূমপায়ীর মুখাবয়ব পরীক্ষা করে দেখতে পান, একজনের চেহারায় অন্যজনের চেয়ে ৫৭ ভাগ বেশি বয়সের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। পরে অনুসন্ধান করে দেখা যায়, একজন দীর্ঘদিন ধরে ধূমপান করে আসছেন আর অন্যজন সম্প্রতি ধূমপানে অভ্যস্ত হয়েছেন।
গবেষণা বিষয়ে ড. এলিজাবেথ তানজি বলেন, ধূমপান আপনাকে নিশ্চিতভাবেই বুড়ো বানিয়ে দিবে। বাইরে থেকে দেখা যায় – এমন ক্ষতির মধ্যে ধূমপানের বাহ্যিক ক্ষতি এটিই।
এ ছাড়া ধূমপানে ফুসফুস ক্যান্সার, হৃদরোগ,হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। আর তাই এ অভ্যাস ত্যাগ করাই ভাল।
ওয়াশিংটন ইনস্টিটিউট অব ডারমাটোলজিক লেজার এর বিশেষজ্ঞ ড. তানজি বলেন, তিনি অন্যদের গবেষণার সাথে তার গবেষণার মিল পেয়েছেন।
এছাড়া ৯০ জন ধূমপায়ী ও অধূমপায়ীদের নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের মুখে ভাঁজ পড়েছে বেশি।
সূত্র - poriborton.com

