ফিটফাট পোশাক পরে বের হচ্ছেন, কিসের যেন কমতি রইল। পছন্দের সুগন্ধির কয়েক ফোঁটা মেখে নিলেন। ব্যস, এখন সব ঠিকঠাক।
একদিকে অত্যন্ত দামি সুগন্ধি যেমন বাজারে পাওয়া যায়। অন্যদিকে বেশ কম দামেও পাওয়া যায় নানা ব্র্যান্ডের সুগন্ধি। সাধ ও সাধ্য মিলিয়ে যেমনটি পছন্দ তেমন সুগন্ধি এখন চাইলেই মেলে।
বাজার ঘুরে দেখা গেল, মেয়েদের কাছে নিনা রিচি, ফিফথ এভিনিউ (এলিজাবেথ আরডেন), শ্যানেল ব্র্যান্ডগুলো বেশ জনপ্রিয়। আর পুরুষদের কাছে কদর ভারসাচে, আরমানি, হুগো বস, ডেভিড অফ, অ্যাডিডাস, পোলো ইত্যাদির। এই সুগন্ধিগুলো এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। রুচি ও পছন্দ অনুযায়ী এসব সুগন্ধি চাইলেই এক লহমায় বাড়িয়ে দিতে পারে আপনার ব্যক্তিত্বকে।সুগন্ধে সতেজ
কখন কোন ধরনের সুগন্ধি ব্যবহার করতে হবে, জানতে চাইলে ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন বলেন, ‘ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়েই পারফিউম ব্যবহার করা উচিত। দিনের বেলায় ব্যবহার করতে পারেন লাইম কিংবা স্পাইসি ধরনের সুগন্ধি। আর রাতে বেছে নিন একটু কড়া ধাঁচের সুগন্ধি। এ ছাড়া পরিবেশ অনুযায়ী আলাদা সুগন্ধি ব্যবহার করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতে হালকা গন্ধের সুগন্ধি দেওয়া ভালো। বিয়েবাড়িতে কড়া গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করা যায়। শেষ কথা হলো, এমন পারফিউম ব্যবহার করতে হবে যেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায়।’
সুগন্ধে সতেজসুগন্ধি কেনার সময় ভালো করে গন্ধটা বুঝে নিতে চাইলে, সাদা কাগজে স্প্রে করে নিন। বাতাসে শুকিয়ে গন্ধ নিলে আসল গন্ধটা আপনি উপভোগ করতে পারবেন। আর শরীরে পারফিউম সেপ্র করার সময় যদি গড়িয়ে পড়ে যায়, বুঝতে হবে সুগন্ধিটির মেয়াদ ফুরিয়ে এসেছে।
সুগন্ধি সেপ্র করার সময় একটু দূর থেকে স্প্রে করতে হয়। এতে গন্ধটা ভালো ছড়ায়। আর বেশি দিন রেখে দেওয়া সুগন্ধি ব্যবহার করলে কাপড়ে দাগ বসতে পারে। ব্যবহার করার পর পারফিউম স্বাভাবিক তাপমাত্রার কোনো জায়গায় সংরক্ষণ করুন। সুগন্ধিটি ভালো থাকবে অনেক দিন।
সূত্র - প্রথম আলো

