- বাড়িতে লাগান সেফটি সুইচ যা তড়িতাহত হওয়া প্রতিহত করবে।
- কাঁটাযুক্ত বা বিষাক্ত হোম প্ল্যান্ট সরিয়ে ফেলুন।
- ফায়ার বা স্মোক অ্যালার্ম লাগান।
- ঘরের এখানে সেখানে লম্বা তার ঝুলে নেই তো? থাকলে এখনি সরিয়ে নিন।
- লাইটার, অ্যাশট্রে বা মোমবাতি সবসময় শিশুর নাগালের বাইরে রাখুন।
-ঘরের বারান্দায় রেলিং -এর উচ্চতা দেখুন। আপনার শিশু কি রেলিং বেয়ে উঠার মত হয়েছে? যত দ্রুত সম্ভব বাড়ির বারান্দায় গ্রিল লাগান।
- এমন কোন হালকা ওজনের বা চাকা যুক্ত ফার্নিচার নেই তো , শিশু টানলেই গায়ের উপর পড়তে পারে? থাকলে দেরি না করে এই ধরণের আসবাবগুলোকে দেয়ালের সাথে আটকে রাখার ব্যবস্থা করুন।
- তেলাপোকার ওষুধ দেয়ার জায়গা বা ইঁদুর ধরার মেশিন এগুলি সব শিশুর হাতের নাগালের বাইরে আছে তো?
- কাঁচের তৈরি কাপ প্লেট এগুলি সব শিশুর নাগালের বাইরে রাখুন।
- কিচেনের বিভিন্ন ইলেকট্রিকের জিনিসের সেফটি বজায় রাখুন।
- সকল প্রকার প্লাস্টিক ব্যাগ শিশুর ধরাছোঁয়ার বাইরে রাখুন।
- বাথরুম সবসময় শুকনো রাখুন যেন কেউ পা পিছলিয়ে কেউ পড়ে না যায়।
- যাবতীয় ওষুধ, ধারালো ছোট ছুরি, ছোট ওষুধ খাওয়ার কাপ এগুলি শিশুর হাতের কাছে যেন না থাকে।
-শ্যাম্পু, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি শিশু থেকে দূরে রাখুন।
-বাথরুমের কোন বালতি বা গামলায় অযথা পানি ভরে রাখবেন না। ছোট শিশুরা পানিতে পড়ে যেতে পারে।
-বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখুন।
-ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার ইত্যাদি মেশিনের দরজা সবসময় বন্ধ এবং লক করে রাখুন। ওয়াশিং মেশিন খোলা রেখে কোথাও যাবেন না।
- গরম ইস্ত্রি কখনো মেঝেতে রাখবেন না। উঁচু কোন জায়গায় রাখুন।
- শিশুর দোলনা কখনো জানালা এবং ইলেকট্রিক সুইচের পাশে রাখবেন না।
- সম্ভব হলে সব ইলেকট্রিকের প্লাগ ইত্যাদি মেঝের কাছাকছি না রেখে উঁচু করে শিশুর নাগালের বাইরে লাগান।
- আসবাবপত্র বা শো পিসের কোন চোখা কোণা নেই তো যা থেকে শিশু ব্যথা পেতে পারে?
- আই, পি, এস -এর ব্যাটারি, ভোল্টেজ স্ট্যাবিলাইজার এমনকি পেন্সিল ব্যাটারিও শিশুর নাগালের সম্পূর্ণ বাইরে রাখতে হবে।
- মুড়ি, ডাল, বুট ইত্যাদি দানাজাতীয় উপাদান শিশুর হাতে দিয়ে চলে যাবেন না। নিজের তত্ত্বাবধানে শিশুকে এগুলি খেতে দিন।
- শিশুর খেলনা কি খুব ছোট? কিংবা খেলনা থেকে ছোট ফিতা ঝুলে নেই তো? বেশির ভাগ ক্ষেত্রে শিশুর এইসব জিনিস মুখে দেওয়ার প্রবণতা বেশি থাকে।
- সেলাই করার যাবতীয় সামগ্রী - কাঁচি , সুচ , ফিতা, সুতা ইত্যাদি সব দূরে রাখুন।
- কখনোই যেন শিশু ফার্স্ট এইড বক্স নাগাল না পায়।
- বাড়িতে সম্পূর্ণ পরিষ্কার কাঁচ দিয়ে তৈরি কোন দরজা রাখবেন না। কাঁচে উপর্যুপরি রঙ এবং সেফটি টেপ লাগিয়ে রাখুন।
Courtesy - Healthprior21.com

