* রাতে বাচ্চাদের অনেক সময় নাক বন্ধ হয়ে যায়। দু'চামচ সরিষার তেলে এক চিমটি কালো জিরা কড়াইয়ে ফেলে দিন। তেলটা ফুটে উঠলে ছেঁকে নিয়ে আঙুলে করে বাচ্চার নাকের দু'পাশে মালিশ করে দিন।
* অনেক সময় বাচ্চাদের নাক দিয়ে পানি পড়তে থাকে। কাপড়ে খানিকটা কালো জিরা বেঁধে, পুঁটলি বানিয়ে বাচ্চার হাতে দিন। বলুন মাঝে মাঝে শুঁকতে।
* রাতে গরম সরিষার তেল ওর হাত-পায়ের তালুতে ভালো করে মালিশ করে পাতলা চাদর
দিয়ে হাত-পা ঢেকে দিন।
* কাশি হলে টাটকা লেবুর রস, মধু, গি্লসারিন মিশিয়ে দিনে ২-৩ বার খেতে হবে।
সুত্র - বাংলাদেশ প্রতিদিন

