শিশুদের দুধদাঁতকে বলে প্রাইমারি টুথ। সাধারণত ছয় বছরবয়সের দিকে এই দুধদাঁত পড়ে যায় এবং এর জায়গায় নতুন স্থায়ী দাঁত ওঠে।মেয়েদের দাঁত সাধারণত ছেলেদের আগেই পড়ে। আর এই দুধদাঁত ক্রমিক হারে পড়েযে ক্রমে প্রথম উঠেছিল।
সাধারণত প্রথমে পড়ে সামনের পাটির নিচের দুটি দাঁত, তারপরসামনের ওপরের দুটি, তারপর পাশের ধারালো, প্রথম মোলার, ক্যানাইন ও সবশেষেদ্বিতীয় মোলার। ১২ থেকে ১৩ বছরের মধ্যে সব দাঁত পড়ে গিয়ে আবার ওঠার কথা।
সময়ের আগে দন্তক্ষয় বা দুর্ঘটনার কারণে কোনো শিশুর দাঁতপড়ে যেতে পারে। শিশুরা কোনো কোনো ক্ষেত্রে দাঁত পড়া নিয়ে উত্তেজনায়ভোগে, কখনো ভয়ে। দাঁত মাড়ি থেকে ঢিলে হয়ে পড়ে যাওয়ার আগে স্থায়ী দাঁতউঠতে শুরু করলে তা পর্যাপ্ত জায়গা না পেয়ে বেঁকে যেতে পারে। দাঁত ঢিলেহয়ে গেলে একটা টিস্যু বা গজ দিয়ে আঙুল দিয়ে ধরে টান দিলেই পড়ে যাওয়ারকথা। দু-এক ফোঁটা রক্ত পড়লেও তা টিস্যু চেপে ধরলেই চলে যাবে।
নতুন দাঁত ওঠার সময় শিশুকে ক্যালসিয়ামযুক্ত খাবার যেমনপ্রচুর দুধ, ছোট মাছ ইত্যাদি খেতে দিন। দুই বেলা ব্রাশ করতে শেখান ও ফ্লসব্যবহার করতে শেখান। এই সময় দাঁতের ও মাড়ির যত্ন নেওয়া জরুরি। সূত্র:মায়ো ক্লিনিক।
সূত্র - প্রথম আলো

