সয়াবিনে বিদ্যমান সয়া আইসোফ্ল্যাভোন ও হলুদে বিদ্যমান কুরকুমিনের প্যানক্রিয়েটিক এ অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধী গুণ আছে। আইসোফ্ল্যাভোন ও কুরকুমিন যৌথ ভাবে ক্যান্সার সৃষ্টিকারী জিনের কার্যকারিতা বন্ধ করার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ ও স্বাভাবিক মৃত্যু ঘটাতে (Apoptosis) সয়া আইসোফ্ল্যাভোন ও কুরকুমিনের যৌথ প্রয়োগ আলাদা আলাদা প্রয়োগ করা অপেক্ষা বেশি কার্যকর। ক্যান্সার সৃষ্টিকারী নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বি (NF-KB)-এর কার্যকারিতা বন্ধ করার মাধ্যমে আইসোফ্ল্যাভোন ও কুরকুমিন ক্যান্সার প্রতিরোধ করে।

