ত্বকের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি। কিন্তু আমাদের হাতের কাছে প্রাকৃতিক এমন অনেক জিনিস রয়েছে যা ব্যবহার করে আমরা ত্বককে সজীব রাখতে পারি।
তেমন একটি প্রাকৃতিক উপাদান হলো গোলাপ ফুল। ত্বকের যত্নে গোলাপের পাঁপড়ি খুবই উপকারী।
গোলাপের পাপড়ি দিয়ে ত্বকের যত্নে কিছু টিপস:
ত্বক শুষ্ক ও অনুজ্জ্বল হলে গোলাপ ফুল বেটে মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই পেস্ট ব্যবহার করলে ত্বকহয় উজ্জ্বল, কোমল ও মসৃণ।
গোলাপ ফুল বেটে বেসনের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত এই পেস্ট ব্যবহার করলে ব্রণ ওঠা থেকে মুক্তি পাবেন। এছাড়া এটি ব্যবহারে ব্রণের দাগ থেকেও সহজে মুক্তি পাওয়া যায়।
কর্পূরের সঙ্গে গোলাপের পাঁপড়ি কচলানো পানি মুখ ধোয়ার পর টোনার হিসেবে ব্যবহার করলে সৌন্দর্য বৃদ্ধি পায়। এছাড়া ত্বকের বিভিন্ন সমস্যায় গোলাপ ফুলের শরবত ভালো কাজ করে।
সূত্র - risingbd.com

