
বন্ধুদের আড্ডায় মাঝে মাঝেই চোখে পড়ে যে একজন সবার চোখের মণি হয়ে থাকেন। যে একজনই পুরো আড্ডাকে মাতিয়ে রাখেন। আবার এমনও হয় আড্ডায় অনেকেই থাকেন অন্তর্মুখী। একদম চুপচাপ, কোনো কথা নেই। আসলে যারা একটু চাপা স্বভাবের মানুষ হয় তারা একটু হীনমন্যতায় ভুগতে থাকেন। তবে চেষ্টা করলে এসব সমস্যারও সমাধান সম্ভব।
♦প্রথমে নিজের আচরণের ভালো মন্দ সম্পর্কে নিজেকে ভালভাবে জানতে হবে। প্রত্যেক মানুষের আচরণেই এ দুইটি দিক থাকে। কাজেই হতাশ না হয়ে নিজের ইতিবাচক দিকগুলো সবার সামনে উপস্থাপন করুন।
♦নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন। নতুন পরিস্থিতি, নতুন মানুষের সাথে কথা বলুন। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করুন। তবেই বাড়বে আত্মবিশ্বাস।
♦নিজের ভেতরের এ জড়তা কাটিয়ে ওঠার জন্য আপনি বিভিন্ন রকম আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। বিভিন্ন আলোচনা সভাগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আয়োজন করা হয়। এতে যেমন আপনার অন্য মানুষের সাথে যোগাযোগের দক্ষতা বাড়বে পাশাপাশী আপনার তথ্য ভাণ্ডারও সমৃদ্ধ হবে।
♦এখনতো ভার্চুয়াল যুগের দুনিয়া। আপনি ইচ্ছে করলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে নিজের যোগাযোগের ক্ষেত্রটা বাড়াতে পারেন। আর এটা আপনার বাস্তব জীবনেও মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করবে।
♦আপনি ইচ্ছে করলে তুলনামূলক বিভিন্ন অনুষ্ঠান, বন্ধুদের আড্ডায় নিজের অংশগ্রহণ বাড়াতে পারেন। মনে রাখবেন আগ বাড়িয়ে কারও সাথে মেশার চেষ্টা না করলে কেউই আপনাকেও সাহায্য করবে না।
♦সবার সাথে সহজে মিশে যাওয়া মানেই ব্যক্তিত্বহীন হয়ে পড়া নয়। এ সময় নিজের ব্যাক্তিত্বকে ধরে রাখুন। কারণ ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য ধরে রাখতে না পারলে কেউ আপনাকে সঠিক মূল্যায়ন করবে না।
সূত্র - poriborton.com

