বয়স বাড়ার সাথে সাথে চামড়ায় ভাজ পড়ে বা কুচকে যায়। যাকে আমরা বলিরেখা বলি। ত্রিশের পর সাধারণত নারীদের বলিরেখা পড়ে থাকে।
শরীরের অ্যান্টি-অক্সিডেন্ট কমে গেলে বলিরেখা পড়ে। এছাড়া বংশানুক্রমিক ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে বলিরেখা হয়। তবে একটু যত্ন করলেই দূর হতে পারে বলিরেখা।
শুষ্ক ত্বকে তৈলাক্ত ত্বকের তুলনায় তাড়াতাড়ি বলিরেখা পড়ে। আর এই বলিরেখা দূর করতে ৩০ বছরের পর থেকে মাসে দু’বার পার্লারে গিয়ে ফেস ম্যাসাজ করা দরকার।কিন্তু যাদের পার্লারে যাওয়ার সময় বা সামর্থ্য নেই তারা ঘরে বসে ফেস ম্যাসাজ করতে পারেন।
ঘরে বসে ফেস ম্যাসাজ শুষ্ক ত্বকের জন্য যে কোনো ফেস প্যাকের সঙ্গে মধু, গ্লিসারিন ও দুধের শর মিশিয়ে মুখে লাগালে ত্বকের বলিরেখা দূর হয়।
এছাড়া ডিমের সাদা অংশ চন্দনের গুঁড়ার সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখার পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। মুখ মুছে ময়েশ্চারাইজ লাগাতে হবে।
আর তৈলাক্ত ত্বকের জন্য ফেস প্যাকের সঙ্গে পানি, গোলাপজল মিশিয়ে মুখে লাগাতে হবে। তৈলাক্ত ত্বক যাদের তারা পোরমিনিমাইজার অথবা স্কিনটোনিক লাগালে ভালো ফল পাবেন।
তবে চোখ ও ঠোঁট বাদ দিয়ে ফেসপ্যাক লাগাতে হবে।এছাড়া প্রতিদিন আটঘণ্টা ঘুমাতে হবে। খেতে হবে প্রচুর পরিমানে পানি, ফলমূল ও শাকসবজি। বলিরেখা দূর করতে বিশেষ ভূমিকা রাখে কমলালেবু, শশা ও মধু।
সূত্র - risingbd.com

