ব্লাকহেড এবং হোয়াইটহেড থেকে মুক্তি উপায়
25 January,14
Viewed#: 327
সুন্দর এবং পরিস্কার ত্বক বজায় রাখার জন্য দীর্ঘ সময় এবং ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন। ত্বক বিশেষজ্ঞরা হয়ত অনেক ধরণের প্রডাক্ট ব্যবহারের সুপারিশ করে থাকবেন, কিন্তু এর কিছু হতে পারে বেশ ব্যয়বহুল এবং তা কার্যকরী হতে বেশ সময় নিতে পারে। আপনার দৈনিক স্বাস্থ্য বিধিতে কিছু গৃহচিকিৎসা যোগ করে আপনি মুখমণ্ডলের কাল এবং সাদা ফুটকি দাগ কয়েক সপ্তাহে দূর করতে পারেন। এর মাধ্যমে আপনি বেশ জোরালো ফল পেতে পারেন অথবা এমনকি এ সমস্যা থেকে পরিপূর্ণ মুক্তিও পেতে পারেন।
* টুথপেস্ট—মুখমণ্ডলের কাল এবং সাদা ফুটকি দাগ দূরকারী একটি কার্যকরী উপাদান হল টুথপেস্ট। মুখমণ্ডলের আক্রান্ত জায়গায় পাতলা করে অন্তত ২৫ মিনিট পেস্ট লাগিয়ে রাখুন। মুখে লাগানোর সময় আপনি হয়ত একটু জ্বলুনি অনুভব করতে পারেন, কিন্তু এটি স্বাভাবিক এবং ঠিক হয়ে যাবে। যখন আপনি টুথপেস্ট ধুয়ে ফেলবেন, আপনার মুখের কালো এবং সাদা ফুটকি দাগ গুলো চলে যাবে, কিন্তু এর পরেও ভেতরে জমে থাকা সবকিছু পরিস্কার করার জন্য আরও ভালো ভাবে ধুয়ে ফেলতে হবে। এ গৃহ চিকিৎসাটি দুই সপ্তাহ ধরে এক দিন অন্তর চালিয়ে যেতে পারেন।
* টমেটো—টমেটো’র সংক্রমণ বিরোধী বৈশিষ্ট্য আছে যা কালো এবং সাদা ফুটকি দাগ শুকিয়ে দেয়। একটি ছোট টমেটোর খোসা ছাড়িয়ে পিষে নিন। ঘুমাতে যাওয়ার আগে পেষানো টমেটোর পাল্প আপনার মুখের সাদা কালো দাগের উপর লাগিয়ে দিন। ঘুমানোর সময় টমেটোর পাল্প মুখে লাগিয়ে রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
* লেবু—কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর একটি বাটিতে একটি লেবুর রস চিপে বের করে রাখুন। এতে এক চিমটি লবন দিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। এ মিশ্রণটি আপনার মুখের কালো সাদা দাগের উপর লাগান। মিশ্রণটি মুখে মেখে নিয়ে অন্তত ২০ মিনিট থাকুন এবং তারপর আবার কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
* লাইম (এক প্রকারের লেবু)—সম পরিমাণে লাইমের রস এবং দারুচিনি গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে তা মুখের সাদা কালো ফুটকি দাগের উপর লাগিয়ে রাখুন। এভাবে সারারাত রেখে দিয়ে সকালে ধুয়ে পরিস্কার করে ফেলুন।
* কর্নস্টার্চ (ভুট্টা বা চালের ময়দা)—প্রায় তিন অনুপাত এক হিসাবে ভিনেগারের সাথে কর্নস্টার্চ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখের সমস্যার জায়গায় ১৫ থেকে ২০ মিনিট মেখে রাখুন। কুসুম গরম পানি এবং ওয়াশক্লথ (washcloth) দিয়ে লাগানো পেস্ট ধুয়ে ফেলুন।
* দই—তিন টেবিল চামচ দইয়ের সাথে দুই টেবিল চামচ ওটমিল মেশান। এর সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ভালভাবে নেড়ে মেশান এবং মুখের আক্রান্ত অংশে লাগান। মিশ্রণটি মুখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে ফেলুন।
* অ্যালমণ্ড (almond) অথবা ওটমিল—অ্যালমণ্ড অথবা ওটমিল পাউডার শুধু পর্যাপ্ত গোলাপ জলের সাথে মিশিয়ে একটু তরল পেস্ট তৈরি করুন। প্রথমে আঙ্গুলের ডগা দিয়ে মুখের আক্রান্ত অংশে এটি লাগিয়ে নিন এরপর সমস্ত মুখমণ্ডলে মাখুন। এ অবস্থায় ১৫ মিনিট থাকুন এবং আপনার মুখ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* চাল—দুধের মধ্যে চাল ভিজিয়ে পাঁচ ঘণ্টা রেখে দিন এবং ব্লেন্ডার দিয়ে তা ভালো ভাবে পিষে মিশিয়ে পেস্টের মত করে তৈরি করুন। মিশ্রণটি একটি মাজুনির মত ব্যবহার করে দেহের আক্রান্ত অংশ পরিস্কার করে ফেলুন।
* আলু—কাঁচা আলু বেটে নিন এবং মিশ্রণটি আক্রান্ত জায়গায় ঘষতে থাকুন। ১৫ মিনিট পরে এটি ধুয়ে পরিস্কার করে ফেলুন।
* ফেনুগ্রিক (fenugreek) পাতা—কিছু ফেনুগ্রিক পাতা চূর্ণ করে নিন এবং পানিতে মিশিয়ে একটি মিশ্রণের মত তৈরি করুন। কালো দাগ দূর করতে এটি মাস্ক হিসাবে ব্যবহার করুন।
* ধনিয়া পাতা—ধনিয়া পাতার সাথে একটু হলুদের গুঁড়া পানির সাথে মিশিয়ে পেস্টের মত তৈরি করুন। এটি মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে পরিস্কার করে ফেলুন। আপনার ত্বক কালো ফুটকি দাগ মুক্ত রাখতে এটি প্রতি রাতে করুন।
* ওটমিল—ব্লেন্ডার ব্যবহার করে ওটমিল চূর্ণ করে নিন এবং এর সাথে একটু গোলাপ জল মেশান। এটি আক্রান্ত অংশে ১৫ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে ফেলুন।
* বেকিং সোডা—সমপরিমাণে বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা দিয়ে আপনার মুখ বা দেহের অন্য কালো দাগপ্রবণ অংশে ঘষে নিন। এভাবে ১৫ মিনিট রেখে দিন এবং তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে ফেলুন।
* মধুও কালো দাগ দূর করার জন্য খুব কার্যকরী। আক্রান্ত অংশে মধু মেখে নিন এবং ১৫ মিনিট পরে ধুয়ে পরিস্কার করে ফেলুন।
মনে রাখবেন—আপনার ত্বকের প্রতি যত্নশীল থাকুন। কখনও এতে চিমটি কাটবেন না, ঘষবেন না, খোঁচাবেন না, মোচড়াবেন না অথবা খুব শক্ত ভাবে চাপ দিবেন না!