শীতে ছেলেদের ত্বকের যত্ন
১৯ জানুয়ারী, ১৪
Viewed#: 175
শীতের এই শুষ্ক সময়ে সবাই ত্বকের প্রতি সচেতন হয়ে ওঠেন। ছেলেরাও এর ব্যতিক্রম নয়। কারণ রুক্ষ ও খসখসে ত্বক যে কারো জন্যই বিরক্তিকর। এই সময় সঠিকভাবে ত্বকের যত্ন না নিলে ত্বক শুষ্ক হয়ে খসখসে ভাব তৈরি হয়। আবার পুরুষের ত্বকের গঠন মেয়েদের মতও নয়। সেকারণে যত্নের রকম সকমও হবে একটু আলাদা। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন জেন্টস পার্লার ‘হেয়ারক্রেজ’-এর ব্যবস্থাপনা ম্যানেজার সোলায়মান রহমান।
♦অল্প সময় নিয়ে কুসুম গরম পানিতে গোসল করতে হবে। খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না।
♦শীতের সময় ময়েশ্চার ত্বকের জন্য বেশ প্রয়োজন। তাই ক্রিম, লোশন, সাবান—সব ধরনের প্রসাধনীই বাড়তি ময়েশ্চারাইজারযুক্ত হতে হবে।
♦শেভ করার পর ক্রিম লাগানো উচিত। তাহলে চামড়া ফাটবে না।যাদের রোদে বেশি থাকা হয়, তারা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
♦গোসলের পর লোশন লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেটি যেন ত্বকে ভালোভাবে মিশে যায়। তারপর বাইরে বেড়োতে হবে। কারণ তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি ওঠে।
♦যাদের ত্বক একটু বেশি তৈলাক্ত। ছেলেদের অয়েল কন্ট্রোল ফেসওয়াশ (ত্বকের তেল নিয়ন্ত্রণে রাখে এমন) ব্যবহার করা উচিত। তাহলে ত্বক ভালো থাকবে।
♦শীতের সময় তৃষ্ণা কম পায়। তাই বলে পানি কম খাবেন না। বেশি করে পানি খাবেন। শাক-সবজি খেলে ত্বকে মসৃণতা ফিরে আসবে।
সূত্র - পরিবর্তন