
মহিলাদের ত্বকের সবথেকে বড় অস্বস্তিকর বিষয় হচ্ছে ত্বকে রিঙ্কলস পড়ে যাওয়া। রিঙ্কলস হল মূলত বয়সের কারণে ত্বকে ভাঁজ পড়ে যাওয়া। সঠিক সময়ে যদি যথার্থ যত্ন না নেয়া হয় তাহলে রিঙ্কলস কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যায়। তাই বয়স ২৫ পার হলেই আর দেরি না করে শুরু করুন ত্বকের বিশেষ যত্ন নেয়ার।
রিঙ্কলস দূর করার কিছু ঘরোয়া উপায় নিম্নে ব্যাখ্যা করা হল -
১) একটি পাকা কলাকে চটকে ক্রিমি পেস্টের মত করুন। এরপর কলাকে পুরো মুখে ৩০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। পাকা কলা খাওয়ার পাশাপাশি এর রূপগুণেরও কোন কমতি নেই।
২) ত্বকের রিঙ্কলস দূর করার আরেকটি ভালো উপায় হল নারিকেল তেল লাগানো। নারিকেল তেল ত্বকের টিস্যু আবার তৈরি করে এবং ত্বককে ময়েশ্চারাইজড রাখে।
৩) আনারসের রস ত্বকের যেকোনো সমস্যা দূর করার মহৌষধ। এই রসের bromelain নামক এনজাইম ত্বকের উপরের আবরণ গ্রাস করে। এই রসকে বাইরে থেকে লাগাতে হয় এবং লাগানোর কিছু সময় পর ত্বককে সজীব দেখায়।
positivemed.com এর সৌজন্যে হেলথপ্রায়র২১ ডট কম

