ত্বক ও চুলের যত্নে আলুর ব্যবহার
18 May,14
Viewed#: 278
প্রতিটি রান্নাঘরেই আলু সবচেয়ে বেশী ব্যবহৃত সবজি। আলুতে আছে প্রচুর পরিমাণে তন্তু ও ভিটামিন-এ যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। ত্বক ও চুলের জন্যও এটি অনেক উপকারী। ত্বকের ক্ষেত্রে এটি কালো দাগ,রোদে পোড়া দাগ, বলিরেখা, চোখের নিচে কালো দাগ, চোখের ফোলা ভাব, মুখে ক্লান্তির ভাব, বয়সের ছাপ দূর করে। চুলের ক্ষেত্রে এটি চুল পড়া, চুলের রুক্ষতা, পাকা চুলের ক্ষেত্রেও সাহায্য করে। তাই জেনে নিন কিভাবে আলু ত্বকের ও চুলের জন্য ব্যবহার করবেনঃ
ত্বকের জন্য যেভাবে ব্যবহার করবেনঃ
আলুর ঠান্ডা রস বের করে এটি নিয়মিত ত্বকে লাগালে ত্বকের ছোপ ছোপ দাগ, রোদে পোড়া ভাব দূর হয় ও ত্বক উজ্জ্বল হয়।
আলুর রসে তুলা ভিজিয়ে রেখে সেই তুলা চোখের নিচে লাগিয়ে রস শুকানো পর্যন্ত রেখে দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। এতে চোখের নিচে কালো দাগ কমে যায়।
আলুর রসে তুলা ভিজিয়ে রেখে সেই তুলা মুখে ও চোখে কিছুক্ষণ ঘষে মুখ ধুয়ে ফেললে ত্বকের ও চোখের ক্লান্তি ভাব চলে যায়।
আলুর রসের সাথে লেবুর রস মিশিয়ে শরীরের যেখানে কালো দাগ আছে সেখানে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। কালো দাগ ধীরে ধীরে চলে যাবে।
নিখুঁত ত্বকের জন্য আলুর রস, গোলাপ জল, মুলতানি মাটি ও লেবুর রস মিশিয়ে সপ্তাহে ৪ দিন লাগাতে হবে।
বার্ধক্যের ফলে চোখের কুঁচন দূর করতে আলুর রসের সাথে অলিভ অয়েল মিশিয়ে লাগিয়ে রাখত হবে চোখের নিচে ও কোণায় ৫ মিনিট প্রতিদিন।
বলি রেখা, হাইড্রেশন ও বয়সের ছাপ ঠিক করতে আলুর রসের সাথে দই মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ১০ মিনিট।
আলুর রস ও শসার রস একত্রে মিশিয়ে মুখে ও চোখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং চোখের ফোলা ভাব কমে যাবে।
শুষ্ক তক অনেক সময় লোশন বা ময়শ্চারাইজারের ডাকে সাড়া দেয় না। এক্ষেত্রে প্রতিদিন এক গ্লাস আলুর রস পান করতে হবে। এই রস শরীরের টক্সিন থেকে আপনাকে রক্ষা করবে।
চুলের জন্য যেভাবে ব্যবহার করবেনঃ 
চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে আলুর রস, ডিমের সাদা অংশ, ১ চা চামচ মধুর সাথে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ২ ঘন্টা। পরে শ্যাম্পু করে ফেলতে হবে।
চুল কালো ও পেকে যাওয়া চুলকে আগের অবস্থায় ফিরিয়ে নিতই আলু সিদ্ধ করে নিতে হবে। শ্যাম্পু করার পর এই সিদ্ধ করা পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে। নিয়মিত এটি করতে হবে।
২ চা চামচ আলুর রস, ২ চা চামচ অ্যালো-ভেরা জেল, ও ১ চা চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে ও চুলে লাগাতে হবে। ২ ঘন্টা পর চুলে শ্যাম্পু করতে হবে। সপ্তাহে ২ বার এটি করলে চুল পড়া কমে যাবে।
এছাড়া ওজন কমানোর জন্যও আলুর রস খেতে পারেন। এক্ষেত্রে প্রতি সকালে নাস্তা করার ২-৩ ঘন্টা আগে আলুর রস খালি পেটে খেয়ে নিবেন।
কিছু সতর্কতাঃ
গায়ে ছোপ দাগ ছাড়া ও নতুন আলু ব্যবহার করবেন
পেটে সমস্যা থাকলে আলুর রস পান করা থেকে বিরত থাকবেন
আলুর রসে স্বাদ বাড়ানোর জন্য এতে পুদিনা পাতা, মধু, লেবুর রস বা গাজরের রস মিশিয়ে নিতে পারেন
আলুর রস খেলে ডায়রিয়া হতে পারে
অনেক সময় আলু ভালো না হলে এর রস ব্যবহারে ত্বকে চুলকানি হতে পারে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। এরকম হলে কয়েকদিন বিরতি নিয়ে আবার ব্যবহার করতে পারেন ও খেয়াল রাখবেন যে আলু ব্যবহার করছেন তা যেন তাজা হয়।
সূত্র - urboshi.com