শীতেও চলুক ব্যায়াম
১৮ জানুয়ারী, ১৪
Viewed#: 77
.jpg)
শীত মৌসুম চলছে। মাঝেমধ্যেই বইছে শৈত্যপ্রবাহ। এই শীতে সাতসকালে বাইরে বের হওয়া কষ্টকরই বটে। কিন্তু তাই বলে কি শীতের ভয়ে নিয়মিত শারীরিক অনুশীলনটা বন্ধ থাকবে! শীতের মাসগুলোতে সকালে ও পড়ন্ত বিকেলে শরীর উষ্ণ রেখে শারীরিক অনুশীলন অব্যাহত রাখার কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনুশীলন বিশেষজ্ঞ হাইডি ফ্রিমানের বরাতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শীতকালে বাইরে গিয়ে শারীরিক অনুশীলন বন্ধ রাখা ঠিক নয়; বরং এ সময় অনুশীলন অব্যাহত রাখার কিছু কৌশল রয়েছে।
শীতকে জয় করতে কয়েক স্তরের পোশাক পরে অনুশীলনে বের হওয়া। এতে ব্যায়ামের সময় শরীর ঘামতে শুরু হলে একেক করে পোশাক খুলে ফেলা যায়। ঠান্ডা লাগা শুরু হলে আবার ওই পোশাক পরা যায়।
প্রথম স্তরে পরতে হবে সিনথেটিক জাতীয় পাতলা পোশাক, যা শরীর থেকে ঘাম শুষে নিতে সক্ষম। প্রথম স্তরে কোনোভাবেই কটনজাতীয় পোশাক পরা ঠিক নয়। কারণ তা শরীরকে আর্দ্র রাখে।
দ্বিতীয় স্তরে পরতে হবে উল বা পশমের পোশাক। এ ধরনের পোশাক তাপের অপচয় নিবারণে সক্ষম।
আর সবার ওপরে পড়তে হবে বাতাস সঞ্চরণে সক্ষম পোশাক।
অনুশীলনে বের হওয়ার সময় দুই হাতে প্রথম স্তরে পাতলা মোজা পরতে হবে। এর ওপরে পরতে হবে মোটা মোজা। এ ছাড়া ঠান্ডা থেকে মাথা ও কানের সুরক্ষায় টুপি পরা যেতে পারে। গলায় পেঁচানো যেতে পারে মোটা বা পাতলা কাপড়। গ্রীষ্মে শারীরিক অনুশীলনের সময় ব্যাপক
ঘাম ঝরে। শীতেও কম-বেশি ঘাম হয়। তাই এ সময়ও প্রচুর পানি পান করা উচিত।
সূত্র - প্রথম আলো