স্বাস্থ্যসেবায় যে কোনো পর্যায়ে রোগীর বর্তমান ও অতীত স্বাস্থ্য তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ রাখার জন্য আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎস- কদের সমন্বয়ে বাংলাদেশে শুরু হলো মাই হেলথের কার্যক্রম। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মাই হেলথের কার্যক্রম তুলে ধরেন কোম্পানির চেয়ারম্যান ডা. শক্তিরঞ্জন পাল। বক্তব্য রাখেন কোম্পানির সিইও ড. শাহ সিরাজি, ব্যবস্থাপনা পরিচালক ডা. নীলাঞ্জন সেন। আরও উপস্থিত ছিলেন মাই হেলথের প্রজেক্ট ডিরেক্টর ডা. রেজা আহমদ, মার্কেটিং ডিরেক্টর সামসুল আরেফিন, মার্কেটিং ম্যানেজার রয় তাতিয়ানা, এশিয়া প্যাসিফিক রিজিওনের মার্কেটিং এক্সিকিউটিভ (ব্যাংকক হসপিটাল, থাইল্যান্ড) ফয়সাল আনোয়ার, মার্কেটিং এক্সিকিউটিভ সালেহীন খান প্রমুখ। মাই হেলথ একটি সামগ্রিক, প্রতিরোধমূলক এবং পুনর্বাসনমূলক চিকিৎসাসেবা গ্রহণে গ্রাহককে সহায়তা করছে। মূলত: স্বাস্থ্যসেবাকে আরও একধাপ এগিয়ে নিতেই তাদের যাত্রা।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন

