স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ‘রোল মডেল’ হিসেবে পরিচিত।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত পার্টনার্স ইন পপুলেশন ডেভেলপমেন্টের (পিপিডি) বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক চালু করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। সাধারণ মানুষ সেখানে মৌলিক চিকিৎসা সেবা ও ওষুধ বিনামূল্যে পাচ্ছেন।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে ইউএনএফপিএর কেটি গিলমোর, পিপিডির ড. জয়ী থমাস, উগান্ডার অর্থমন্ত্রী ড. জো রোডম্যাপ, চীনের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লী চু বক্তৃতা করেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মা ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ জাতিসংঘ ও সাউথ-সাউথ পুরস্কার অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জনগণের কাছে চিকিৎসাকে আরো সহজলভ্য করা হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের সকল জেলা হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণেও বাংলাদেশ সফল। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো গতিশীল করতে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে।’
উল্লেখ্য, ১৯৯৪ সালে গঠিত পিপিডি’র বর্তমান সদস্য সংখ্যা ২৬। এর সদর দফতর ঢাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় জাতিসংঘ পরিচালিত পিপিডি’র সদর দফতরের জন্য জমি বরাদ্দ দিয়েছেন।
সূত্র - risingbd.com

