ভারতের এন এইচ নারায়না হেলথ সিটি বেঙ্গলোর থেকে ডা. সারথ দামুদার ও ডা. পার্থ প্রতীম বিষ্ণু বাংলাদেশী রোগীদের জন্য স্কিনিং ক্যাম্পে অংশ নেবে। তারা বিনামূল্যে ক্যান্সার ও নিউরোলজি রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন।
নারায়না হেলথ সিটির বোনম্যারো ট্রান্সপ্লানটেশন বিভাগের প্রধান ডা. সারথ ১৮ এপ্রিল ও সার্জন নিউরোলজি ডা. পার্থ ১৯ এপ্রিল স্কিনিং ক্যাম্পে অংশ নেবেন। এটির আয়োজক নারায়না হেলথ ওভারসিজ অফিস।
এতে অংশ নিতে নতুন ও পুরাতন রোগীদের পাসপোর্ট সাইজের ছবি ও মেডিকেল রিপোর্টসের ফটোকপি নিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশনের অনুরোধ জানিয়েছেন চিফ কো-অর্ডিনেটর টু ডা. দেবি শেঠি অ্যান্ড কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ নারায়না হেলথ নাহিদ আলম। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৬ এপ্রিল।
যোগযোগের ঠিকানা: বাসা নং ২৩ (নতুন) ২৫১/এল পুরাতন, দ্বিতীয় তলা, রোড নং ১৩/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯। ফোন: ৯১৩৩৯১০, ০১১৯৯০৮১২৯২।–প্রেস বিজ্ঞপ্তি।
সূত্র - natunbarta.com

