
রেগে যাওয়া শুধুই একটি মামুলি সমস্যা নয়। অনেকে কারণে অকারণে রেগে যান। যারা রেগে যান তাদের অনেক ক্ষেত্রে খানিকটা মানসিক সমস্যাও থাকতে পারে। তবে যারা হঠাৎ রেগে যান তারা যদি খুব সিরিয়াসলি জানতেন যে হঠাৎ রেগে যাওয়ার কারণে তাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। ঘটতে পারে কোন বিপদ, বিপর্যয়। তাহলে হয়তবা তারা কখনই রাগতেন না অথবা রাগের বহিঃপ্রকাশ ঘটতো একেবারেই কম। কারণ রেগে যাওয়ার ক্ষেত্রে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি।
অতি সম্প্রতি জন হপকিনস অব স্কুল মেডিসিনের এক গবেষণায় উল্লেখ করা হয় যারা আকস্মিক রেগে যান তাদের অকালে হৃদরোগে আক্রান্ত হবার ঝুকি তিনগুন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে পাঁচগুন বেশি। রেগে গেলে কেন হার্ট অ্যাটাকের ঝুকি বেশি এনিয়েও গবেষণা কম হয়নি। এব্যাপারে ক্লিভল্যান্ড ক্লিনিকের সাইকোলজি ক্যাল টেস্টিং সেন্টারের সাইকোলজি সহকারী জেরী কিফার মনে করেন হঠাৎ রেগে গেলে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং শরীরের কেটিকোলামিন নামে এক ধরনের কেমিক্যাল নিঃসরিত হয় যা হার্টের রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে হার্ট অ্যাটাক হতে পারে।
পাশাপাশি এটাও গবেষণায় প্রতীয়মান হয়েছে যে, মহিলাদের চেয়ে পুরুষেরই রেগে যাওয়া জনিত হার্ট অ্যাটাকের ঝুকি সবচেয়ে বেশি। এ ব্যাপারে জেরি কিফারের মতে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করা সবচাইতে ভালো। তা না হলে আকস্মিক রেগে না গিয়ে রাগের বহিঃপ্রকাশ অন্যভাবে করা যায়। তবে এ ব্যাপারে মনো চিকিৎসকদের অভিমত রাগ সম্বরণ করা সবচেয়ে ভালো। যদি কেউ তাদের হঠাৎ রেগে যাওয়া নিয়ন্ত্রণে আনতে না পারেন তবে অবশ্যই যেকোন মনো চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো।
সুত্র - যায়যায়দিন

