কুমিল্লার বিভিন্ন উপজেলায় নির্মিত ২০ শয্যার ছয়টি হাসপাতাল এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। তিনটি মাঝেমধ্যে খোলা হয়। কার্যক্রম না থাকায় বাকি তিনটির দরজা-জানালা চুরি হয়ে যাচ্ছে।
হাসপাতালগুলো হচ্ছে : সদর দক্ষিণ উপজেলার বাগমারা, বরুড়া উপজেলার সোনাইমুড়ি, নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া, চান্দিনা উপজেলার মহিচাইল, দাউদকান্দি উপজেলার দোনারচর ও শহীদনগরের ট্রমা সেন্টার।
২০০৬ সালের ১৭ অক্টোবর উদ্বোধন করা হয় নাঙ্গলকোট উপজেলার গোহারুয়ায় ২০ শয্যার হাসপাতালটি। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে এ হাসপাতালটি নির্মাণ করা হয়। নির্মাণের আট বছরেও ব্যয়বহুল হাসপাতালটি জনগণের ন্যূনতম কোনো কাজে আসছে না। ডাক্তার, নার্স এবং নিরাপত্তাপ্রহরী না থাকায় হাসপাতাল আঙিনা এখন গোচারণ ভূমি। লতাপাতায় ঢেকে যাচ্ছে হাসপাতালের নয়টি ছোট-বড় ভবন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহতদের জরুরি সেবা দিতে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ২০০৬ সালে কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে ট্রমা সেন্টার নির্মাণ করা হয়। সেখানে জনবল না থাকায় তার কার্যক্রম চলছে না।
দাউদকান্দির দোনারচর হাসপাতালটির ২০০৬ সালে নির্মাণকাজ সম্পন্ন হয়। সেখানে নামে মাত্র বহির্বিভাগ চালু রয়েছে। পর্যাপ্ত ডাক্তার-নার্স নেই।
চান্দিনার মহিচাইল হাসপাতালটিরও ২০০৬ সালে নির্মাণকাজ সম্পন্ন হয়। সেখানে বহির্বিভাগ চালু রয়েছে। প্রয়োজনীয় ডাক্তার-নার্স নেই।
বরুড়ার সোনাইমুড়ি হাসপাতালটির কাজ ২০০২ সালে শুরু হয়। চার কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে শুরু হওয়া হাসপাতালের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এক যুগ ধরে পড়ে থেকে সেটি এখন পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে।
সদর দক্ষিণ উপজেলার বাগমারা হাসপাতালটির ২০০৫ সালে নির্মাণকাজ শুরু হয়। পাঁচ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটির নয় বছরে ৫৭ ভাগ কাজ শেষ হয়েছে। সেটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন অফিসের একটি সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে ১৩টি পদের বিপরীতে ১৮ জন জনবল নিয়োগ দিয়ে তাদের হাসপাতালে দুই বছর টানা দায়িত্ব পালনের নির্দেশ দিতে হবে। কারণ, বিচ্ছিন্নভাবে নিয়োগ দিলে কেউ গ্রাম এলাকায় থাকতে চায় না।
কুমিল্লার সিভিল সার্জন মুজিব রহমান বলেন, ‘বাগমারা ও সোনাইমুড়িতে নির্মাণকাজ সম্পন্ন হয়নি। মহিচাইল ও দোনারচরে বহির্বিভাগ চালু রয়েছে। জনবল সংকটের কারণে আমরা গোহারুয়া ও শহীদনগরসহ অন্য হাসপাতালগুলো পুরোপুরি চালু করতে পারছি না। জনবল নিয়োগের জন্য আবেদন করা হয়েছে।’
সূত্র - risingbd.com

