রংপুরে ডিসি এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে হাজার হাজার এলাকাবাসী ও হাসপাতালের কর্মচারীরা । রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনের সন্ধানের দাবিতে এ বিক্ষোভ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ১ টার দিকে রংপুর নগরীর ধাপ এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ ও সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলে রংপুর মেডিকেল কলেজ হাসাতালের কর্মচারীরা যোগ দেয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং কাচারী বাজার এলাকায় ডিসি এসপি অফিসের সামনে নগরীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে করে প্রধান সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে বিক্ষোভকারীরা ডিসি এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ করে এবং স্মারকলিপি প্রদান করে লিংকনকে উদ্ধারের দাবি জানায়। ২৪ ঘণ্টার মধ্যে গুম করা লিংকনকে উদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্বজনরা। অন্যথায় লাগাতার হরতালসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ ফেরুয়ারি দুপুর ১২ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি চায়ের দোকান থেকে লিংকনকে শত শত মানুষের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে পিস্তল ঠেকিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর ৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রশাসন তাকে উদ্ধারের কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তারা ২৪ঘন্টার মধ্যে লিংকনের উদ্ধারের দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিংকনের স্ত্রী ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র - risingbd.com

