রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারন সম্পাদকসহ কয়েকজন সদস্যস্যের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ ও বিচার দাবিতে কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। এতে সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছে ।
জানা গেছে, মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতাল চত্তরে লাশবাহী অ্যাম্বলেন্সর অতিরিক্ত ভাড়া নিয়ে বহিরাগত সন্ত্রাসীরা হাসপাতালের চর্তুথ শ্রেনীর কর্মচারীর সাধারন সম্পাদক রেজাউল হক রোমেলসহ কয়েকজনকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।
সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কলেজ ও হাসপাতালের কর্মচারীরা অনিদিষ্টকালের কর্মবিরতির পালন করবে।
সূত্র - risingbd.com

