‘যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা’ এই স্লোগানকে মিথ্যা করে দিয়ে যক্ষ্মামুক্ত হতে চলেছে কুষ্টিয়া।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় কুষ্টিয়া বক্ষব্যাধি ক্লিনিক ও ব্র্যাক যৌথভাবে কুষ্টিয়ার ৬টি উপজেলায় কাজ করছে।
ফলে এক সময়ের মরণব্যাধি যক্ষ্মা কুষ্টিয়াকে গ্রাস করলেও বর্তমানে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে রয়েছে।
এক পরিসংখ্যানে জানা গেছে, জেলার ৬টি উপজেলা ও সিডিসিভূক্ত পৌর এলাকায় ২০১৩ সালে সর্বমোট ২ হাজার ২৯৮জন যক্ষা রোগী শনাক্ত করে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে আধুনিক চিকিৎসা দেওয়া হয়।
প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার গ্রামে রোগীর কফ সংগ্রহ চলে। কফ থেকে রোগ ধরা পড়লে ওই রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিস্ট্রেশন করা হয়।
এরপর ব্র্যাকের ডটস পদ্ধতিতে ৬ মাস চিকিৎসা প্রদানের মধ্যদিয়ে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়। ফলে বর্তমানে যক্ষ্মা রোগ আর আতঙ্কের কিছু নয়।
সূত্র - রাইজিংবিডি.কম

