সম্প্রতি গবেষণা সংস্থা আইসিডিডিআরবির (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) গবেষকরা ইনফ্লুয়েঞ্জা এ ও বি ভাইরাস প্রতিরোধক ভ্যাক্সিন আবিষ্কার করেছেন। ভ্যাক্সিনের নাম দেয়া হয়েছে কোয়াড্রিভ্যালেন্ট ইনফ্লুয়েঞ্জা ভ্যাক্সিন (কিউআইভি)। তিন থেকে আট বছর বয়সী শিশুদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন গ্লাক্সো স্মিথ ক্লাইন। বিশ্বের বিভিন্ন দেশের মোট পাঁচ হাজার ২২০ জন শিশুকে গবেষণার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ডোমিনিকান রিপাবলিক, ফিলিপাইন, তুরস্ক, হন্ডুরাস, লেবানন ও পানামা। গবেষণায় এই ভ্যাক্সিনের শতকরা ৭৪ ভাগ ইতিবাচক ফল পাওয়া গেছে।
ইনফ্লুয়েঞ্জা একটি ঘাতক ভাইরাস। এই ভাইরাস শরীরে তার ক্ষতিকর প্রভাব ফেলতে সর্বোচ্চ এক সপ্তাহ সময় নেয়। এটি শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এ ভাইরাস আক্রমণ করলে শরীরে জ্বর আসে। মাংস পেশিতে এবং মাথায় প্রচুর ব্যথা হয়। পরে আস্তে আস্তে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। এক পর্যায়ে আক্রান্ত অনেকেই মারা যায়।
সূত্র - dhakatimes24.com

