স্পিরুলিনা’র স্বাস্থ্যের জন্য উপকারী দিকসমূহ
২৩ নভেম্বর, ১৩
Viewed#: 391

স্পিরুলিনা একটি প্রাচীন গুল্ম যেটি এ পৃথিবীর একটি অন্যতম প্রাচীন খাদ্য। এটি একটি অতি উৎকৃষ্ট খাদ্য, যা আসলে cyanobacteria, প্রাকৃতিক প্রোটিনের অন্যতম একটি সমৃদ্ধ উৎস। এটি প্রয়োজনীয় পুষ্টিতে অত্যন্ত সমৃদ্ধ এবং অ্যামাইনো এসিড এবং প্রোটিনের অন্যতম উৎস। এটি নিরামিষাশীদের জন্য অত্যন্ত কার্যকরী কারণ এই নিরামিষ খাদ্যপন্যটি থেকে প্রয়োজনীয় প্রায় সকল প্রকার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। মেক্সিকো, থাইল্যান্ড, ভারত, আমেরিকা, এবং ইউরোপ সহ পৃথিবীর অনেক অংশে এটি পাওয়া যায়।
স্পিরুলিনার কিছু উপকারিতা
১. রোগ নিরধি বৈশিষ্ট্য সমৃদ্ধ
একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট এবং বয়োবৃদ্ধি নিবারক (anti-aging) খাদ্য হিসাবে এটিকে বিবেচনা করা হয়। এর ক্যান্সার-বিরোধী বৈশিষ্ট্য একে ক্যান্সার চিকিৎসার অন্যতম অনুষঙ্গ করে তুলেছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া এবং ভাইরাস এর বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসাবে এটি বেশ পরিচিত। এটি দেহ থেকে দূষিতকারী পদার্থ সরিয়ে দিতে পারে এবং ক্ষতিকর বিকিরণ (radiation) থেকে দেহকে রক্ষা করতে পারে। এটি একটি হৃদপিণ্ডের জন্য স্বাস্থ্যকর খাদ্য এবং ক্ষতিকর কোলেস্টেরল লেভেল কমানোর জন্য দায়ী। এ ভেষজ খাদ্যটির অন্য একটি বৈশিষ্ট্য হল এটির বিষ মুক্তকরন ক্ষমতা।
২. শক্তি বৃদ্ধিকারক
স্পিরুলিনা, যখন এটি Maca এবং Tribulus নামিয় অন্যান্য ভেষজ খাদ্যের সাথে একত্রে ব্যবহৃত হয়, তখন তা পেশীর অবসাদ কমাতে সাহায্য করে এবং তা খেলোয়াড়দের জন্য অত্যন্ত আদর্শ খাদ্য হিসাবে বিবেচিত হয়। এটি একটি প্রাকৃতিক শক্তিদায়ক এবং যারা খাদ্যের বিধি নিষেধের মধ্যে আছেন তাদের জন্য আদর্শ, কারণ এটি শরীরের স্থূলতা কমাতে সাহায্য করে। স্পিরুলিনার শক্তি পুনরুদ্ধারের সক্ষমতা আছে এবং অবসাদ কমায়। এটি রক্তের সংবহন বাড়িয়ে দেয় এবং এর ফলে দেহে পুস্টিদায়ক উপাদান এর প্রবাহ বাড়াতে সাহায্য করে। উপরে যেরূপ বর্ণিত হয়েছে এটি প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের একটি চমৎকার উৎস, ফলে যেসকল ব্যাক্তি পেশীর গঠন এবং স্বাস্থ্যকর ওজন কামনা করেন তাদের জন্য বেশ উপকারী।
৩. স্বাস্থ্যকর হাড়
বেশীর ভাগ মানুষই বিশ্বাস করেন যে দুধ হল ক্যালসিয়ামের সর্বোৎকৃষ্ট উৎস, কিন্তু একটি বিরাট ব্যাপার হল যে স্পিরুলিনা দুধের চেয়ে ২৬ গুণ বেশী পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ। দুর্বল এবং ভাঙ্গা হাড় সমস্যায় আক্রান্ত ব্যাক্তিদের জন্য ডাক্তাররা সাধারণত এ ভেষজ খাদ্যটির সুপারিশ করে থাকেন। শিশুরা, যারা হাড়ের পরিপক্কতার পর্যায়ে আছে এবং গর্ভাবস্থা, যখন ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদানের বেশ প্রয়োজন, তাদের জন্য এটি খুবই সহায়ক।
৪. স্মৃতিশক্তি বর্ধক
স্পিরুলিনার স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মানসিক চাপ কমানোর সক্ষমতা আছে। সাধারণভাবে সুস্থ্য এবং ভাল থাকতে এবং ভারসাম্যপূর্ণ স্নায়বিক অবস্থা বজায় রাখতে এটি সহায়তা করে। একটি ভারসাম্যপূর্ণ স্নায়বিক অবস্থা মানসিক অস্থিরতা এবং মানসিক চাপ কমায়। স্পিরুলিনা যখন অশ্বগন্ধা (একটি প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক ভেষজ)’র সাথে একত্রে গ্রহণ করা হয় তখন তা সার্বিক স্বাস্থ্যের রক্ষার জন্য এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটি চমৎকার খাদ্য রূপে কাজ করে। যারা নিদ্রাহীনতায় ভোগে তাদের জন্যও এটি ব্যবহার করা হয় কারণ এটি ঘুমের জন্য দায়ী হরমোনের নিঃসরণ বাড়িয়ে দিতে সাহায্য করে। স্পিরুলিনা বিষণ্ণতা এবং দুশ্চিন্তা সমস্যা সমাধানেও সহায়ক। মাছের তেলের সাথে একত্রে স্পিরুলিনার ব্যবহার ওমেগা-৩ ফ্যাটি এসিডের একটি চমৎকার উৎস, যা মস্তিস্কের কার্যক্ষমতার জন্য একটি প্রয়োজনীয় উপাদান।
৫. ত্বক বান্ধব খাদ্য
ঘৃতকুমারী (Aloe vera) সহযোগে স্পিরুলিনা একটি অত্যন্ত ত্বক-বান্ধব ভেষজ। এটির ত্বকের জন্য একটি প্রতিরোধমূলক কার্যকারিতা আছে এবং সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে এটি ত্বকের কোষকে রক্ষা করে। এটি ত্বক এবং চুলকে আরও সুন্দর করে এবং দ্রুত ক্ষত নিরাময়ে সহায়তা করে।
আপনার খাদ্যের একটি অংশ হিসাবে এটি ব্যবহারের জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এবং যদি আপনি এটির প্রতি অ্যালার্জি প্রবণ হন তবে গ্রহণ করবেন না।