ধূমপান এবং মদের ব্যবহার
২৩ অক্টোবর, ১৩
Viewed#: 210
Substance Abuse and Mental Health Services Administration (SAMHSA) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে প্রতি ১০ জন আমেরিকান শিশুর মধ্যে ১ জন মদাসক্ত পিতামাতার সাথে থাকে এবং তারা ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বেড়ে উঠে। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত national service data বিশ্লেষণ করে তারা দেখেছেন যে, গড়ে ৭.৫ মিলিয়ন শিশু---১৮ বছর বয়সের নীচের প্রায় ১০.৫ শতাংশ জনসংখ্যা---মদাসক্ত পিতামাতার সাথে বসবাস করে। ফেব্রুয়ারি ২০১২ তে প্রকাশিত গবেষণার ফলাফলে আরও দেখা গেছে যে মদাসক্ত পিতামাতার সাথে বসবাসকারী শিশুরা depression এবং anxiety এর মত মানসিক স্বাস্থ্য সমস্যার মারাত্মক ঝুঁকির মধ্যে বসবাস করে।
এ লেখাতে ধূমপান এবং মদের ব্যবহার সম্পর্কে কিছু দৃশ্যমান তথ্য দেখতে পাবেন। যদিও তামাক পৃথিবী ব্যাপী মৃত্যুর প্রথম সারীর একটি কারণ, এবং বেশিরভাগ জনসাধারণ এর ক্ষতিকর দিকটি সম্পর্কে সচেতন, কিন্তু তা সত্ত্বেও ধুমপায়ীকে তা পরিহার করানোর জন্য প্ররোচিত করা সময় সাপেক্ষ ব্যাপার।
১. এখানে একটি তথ্যলেখচিত্র উপস্থাপন করা হয়েছে যাতে বিভিন্ন দেশে তামাক ব্যবহারের তুলনা মূলক ব্যবহার দেখানো হয়েছে। Good and Column Five এর সহযোগিতায় এ তথ্যলেখচিত্রটি নির্মিত।
Smoking, an infographic by Good and Column Five
২. অনেক দেশে চলচিত্রে তামাকজাত পন্য দেখানো নিষিদ্ধ করা হয়েছে। রেস্টুরেন্ট, কফিশপ, অফিস, এবং অনেক জনবহুল স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এত কিছুর পরেও দেখতে পাবেন হিমশীতল দিনেও ঠাণ্ডা আবহাওয়াতে ধূমপায়ীরা বাইরে দাঁড়িয়ে ধূমপান তৃষ্ণা নিবারণ করছে। কখনো কি এটা লক্ষ্য করেছেন কেন ধূমপায়ীদের জন্য ধুনপান পরিহার করা এত কঠিন? Good and Column Five কর্তৃক চমৎকার উদ্বৃতির মধ্যে আপনি এর উত্তর খুঁজে পেতে পারেন।
কখনো কি এটা লক্ষ্য করেছেন কেন ধূমপায়ীদের জন্য ধুনপান পরিহার করা এত কঠিন? Good and Column Five কর্তৃক চমৎকার উদ্বৃতিটিতে আপনি এর উত্তর দেখে নিন।
৩. এই তথ্যলেখচিত্র আঞ্চলিকতার ভিত্তিতে আমেরিকায় মদের ব্যবহার এবং বিভিন্ন পানীয়তে অ্যালকোহলের উপস্থিতির মাত্রা প্রদর্শন করছে। এছাড়াও নিরাপদ গাড়ি চালনার জন্য প্রতিটি পানীয় BAC কে কি পরিমাণে প্রভাবিত করে এ থেকে তা জানাও বেশ সহায়ক।
আমেরিকাতে কি পরিমাণে অ্যালকোহল ব্যবহৃত হয়? কারা বেশী অ্যালকোহল ব্যবহার করে? কোন পানীয়তে বেশী অ্যালকোহল আছে? এসকল প্রশ্নের উত্তর আপনি Phlebotomist.net কর্তৃক প্রণীত নীচের চমৎকার তথ্যলেখচিত্রতে পাবেন।