পাকস্থলী মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি বিভিন্ন কারণে রোগে আক্রন্ত হতে পারে। এগুলোর মধ্যে পাকস্থলী ক্যান্সার একটি জটিল রোগ।
লক্ষণ : পাকস্থলী ও ডিউডেনাম প্রদাহ, জ্বালা পোড়া, হজমশক্তির অভাব, তিক্ত স্বাদ, কোণ যুক্ত পদার্থ দিয়ে মনে হয় পাকস্থলীতে আঘাত করা হচ্ছে, পাকস্থলীতে ক্ষত ও ক্যান্সার , মূত্রে পচা গন্ধ, পাকস্থলীতে অত্যন্ত বেদনা বৃদ্ধি, আক্রান্ত স্থানে তীব্র বেদনা, ছুরি দিয়ে কেটে ফেলার মতো বেদনা, উত্তাপে বেদনার উপশম, মলদ্বার দিয়ে ঝাঁজালো ও ক্ষতিকর রস বের হয়।
চিকিৎসা : এ রোগে আক্রান্ত হলে রোগী নিয়মিত ভাবে লঘু অথচ পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। কোনো উগ্র বা গুরুপাক বা উত্তেজক দ্রব্য গ্রহণ না করা। পূর্ণ বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম করা যাবে না।মানসিক প্রফুল্লতা বজায় রাখা ভালো। যে সব খাদ্য সহজে হজম হয় যেমন, তরল খিচুড়ি, সুজি, সাবুদানা ইত্যাদি তরল জাতীয় খাবার খেতে হবে।
সূত্র - বিদিপ্রতিদিনকম

